যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত নাদিম জাহাভি
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার (৫ জুলাই) নাদিম জাহাভিকে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। খবর রয়টার্সের।
এর আগে, কয়েক মিনিটের ব্যবধানে একই দিনে ইস্তফা দেন অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ।
৫৫ বছর বয়সী জাহাভি এর আগে দেশটির শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি এমন একটি অর্থনৈতিক পরিস্থিতির মোকাবেলা করতে যাচ্ছেন যা ক্রমশই তীব্র মন্দার দিকে যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শিক্ষা ও ব্যবসায়িক বিভাগে জুনিয়র মন্ত্রীর ভূমিকায় কাজ করার পর নাদিম জাহাভি ২০২০ সালে কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিযুক্ত ছিলেন।
২০২১ তাকে শিক্ষা নীতি পরিচালনার জন্য মন্ত্রিসভায় পদোন্নতি দেন বরিস জনসন।