বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ
শ্রীলঙ্কায় ভয়াবহ সংকট ও জনবিক্ষোভের মধ্যে আজ পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
বিক্রমসিংহে আগেই রাজনৈতিক নেতাদের জানিয়ে দিয়েছিলেন, তিনি পদত্যাগ করতে চান এবং নতুন সরকার আসার সুযোগ দিতে চান।
প্রধানমন্ত্রীর মুখপাত্র ডিনোউক কোলাম্বাগে বলেন, প্রধানমন্ত্রী দলীয় নেতৃত্বদের জানিয়েছেন যে সব দল নতুন সরকার তৈরি করতে রাজি হলে তিনি পদত্যাগ করবেন।
তবে পরে প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন।
এর আগে জানা যায়, শ্রীলঙ্কায় পার্লামেন্ট স্পিকারের সভাপতিত্বে একটি বৈঠকে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে এবং বিক্রমাসিংহেকে পদত্যাগ করার অনুরোধ করেছেন দলীয় নেতারা।
কয়েক মাস ধরে চলমান অর্থনৈতিক অবনতির পর আজ শনিবার রাষ্ট্রপতির ভবন ও অফিসে চলা বিক্ষোভের মুখে তাদেরকে পদত্যাগের অনুরোধ করা হয়।
শ্রীলঙ্কার সংকট সমাধানে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য করা এই বৈঠকের আগে বিক্রমাসিংহে দলের কিছু নেতার সাথে প্রাথমিকভাবে আলোচনা করেন।
স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, রাজাপাকসে বিক্রমাসিংহকে জানিয়েছেন, বৈঠকে দলের নেতাদের নেওয়া সিদ্ধান্তকে তিনি সম্মান করবেন।