আকাশপথে না সমুদ্রপথে পালিয়েছেন, নাকি এখনো দেশে আছেন? প্রেসিডেন্ট গোতাবায়াকে নিয়ে রহস্য ঘনীভূত
(৯ জুলাই) বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করলে বাসভবন ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর থেকে তার অবস্থান বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
গত মার্চ মাস থেকে পদত্যাগের আহ্বান পাচ্ছিলেন গোতাবায়া। এর আগে গত এপ্রিলে বিক্ষোভকারীরা তার দপ্তরের সামনে বিক্ষোভ করলে নিজের সরকারি বাসভবনকেই দপ্তর হিসেবে ব্যবহার করতে শুরু করেন গোতাবায়া।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভের আঁচ করতে পেরে গতকাল শুক্রবারই (৮ জুলাই) বাসভবন থেকে প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ শনিবার তার বাসভবন ও দপ্তর দখল করে নেওয়ার পর থেকে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
নৌবাহিনীর জাহাজে আশ্রয় নিয়েছেন গোতাবায়া?
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কলম্বো বন্দরে নোঙর করে রাখা শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজ গজবাহুতে লাগেজ ওঠানোর কথা জানা গেছে।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, 'কলম্বো বন্দরের হার্বার মাস্টার জানিয়েছেন, বন্দরে নোঙর করে রাখা শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজ সিন্দুরালা ও গজবাহুতে একদল লোক ওঠে। এরপর জাহাজদুটো বন্দর ছেড়ে যায়।'
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি ভিআইপি মোটরকেডকে যেতে দেখা যায়। বিমানবন্দরে তখন শ্রীলঙ্কা এয়ারলাইনস-এর বিমান দাঁড়ানো ছিল।
রাজাপাকসে'র পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভে সংঘর্ষে কমপক্ষে ৩০ বিক্ষোভকারী ও দুইজন পুলিশ আহত হয়েছেন।
বিভিন্ন ভিডিওতে বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের বাসভবনের নানা কক্ষ ও বারান্দায় অবস্থান করতে দেখা গেছে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মানুষজন ভবনের সুইমিং পুলে সাঁতার কাটছেন।
রাজাপাকসের নিজ দলের বেশকিছু সংসদ সদস্য এক চিঠিতে তাকে পদত্যাগ করতে এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
সূত্র: দ্য টাইমস অভ ইন্ডিয়া