দেশেই আছেন, পালানোর পাঁয়তারা কষছেন, নাকি বিদেশ চলে গেছেন? রাজাপাকসে'র অবস্থান নিয়ে ধোঁয়াশা
এর আগে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবার্দেনা গণমাধ্যমকে জানিয়েছিলেন, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করে প্রতিবেশী একটি দেশে অবস্থান করছেন।
কিন্তু ভারতীয় গণমাধ্যম এএনআই-এ দাবি করেছে, তাদেরকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে স্পিকার জানিয়েছেন, রাজাপাকসে দেশ ছেড়ে চলে যাননি, বরং তিনি দেশের ভেতরেই আছেন। স্পিকারের দাবি তিনি এর আগে গণমাধ্যমকে তথ্য দিতে ভুল করেছেন। সর্বশেষ খবরে এসব তথ্য জানিয়েছে আরেক ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অভ ইন্ডিয়া।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, শনিবারের বিক্ষোভ আগে থেকে আঁচ করতে পেরে গত শুক্রবারই (৮ জুলাই) বাসভবন থেকে প্রেসিডেন্ট রাজাপাকসেকে সরিয়ে নেওয়া হয়।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কলম্বো বন্দরে নোঙর করে রাখা শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজ গজবাহুতে চড়ে বন্দর ত্যাগ করেছিলেন রাজাপাকসে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি ভিআইপি মোটরকেডকে যেতে দেখা যায়। বিমানবন্দরে তখন শ্রীলঙ্কা এয়ারলাইনস-এর বিমান দাঁড়ানো ছিল।
দ্য টাইমস অভ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী একটি বিমানঘাঁটিতে চলে গেছেন প্রেসিডেন্ট রাজাপাকসে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ধারণা করে হয়েছে, প্রেসিডেন্ট রাজাপাকসে সোমবার দুবাই পালিয়ে যেতে পারেন।
তবে প্রেসিডেন্টের প্রকৃত অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শ্রীলঙ্কার স্পিকার আগামী ১৩ জুলাই বুধবার রাজাপাকসে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
শ্রীলঙ্কা বর্তমানে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে ভুগছে। গত শনিবার দেশটির প্রেসিডেন্টের বাসভবন দখল করে নেয় বিক্ষোভকারীরা। একইদিন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় তারা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ক্ষমতা না ছাড়া পর্যন্ত তারা তাদের বাসভবন ছেড়ে নড়বেন না।
গতকাল রবিবার অজ্ঞাতস্থান থেকে দেশের জনগণের জন্য সুষ্ঠুভাবে রান্নার গ্যাস সরবরাহের নির্দেশ দিয়েছেন গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কা তীব্র গ্যাস সংকটে ভুগছে। কলম্বো'র রেস্তোরাঁগুলো বর্তমানে গ্যাসের অভাবে লাকড়ির চুলায় খাবার রান্না করছে।
সোমবার (১১ জুলাই) দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইঙ্গিত দিয়েছেন, তিনি তার পদে থাকবেন কিন্তু এভাবে দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে বেইলআউট প্যাকেজ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার ফল পেতে আরও দেরি হবে।
একইদিন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা ফ্লাইদুবাই জানিয়েছে, তারা অনির্দিষ্টকালের জন্য কলম্বোতে সব ধরনের উড্ডয়ন বন্ধ রাখছে।
নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে দেশটির বিরোধী দলগুলো রবিবার এক বৈঠকে সম্মত হয়েছে। এ সরকার গঠিত হওয়ার পর শ্রীলঙ্কার বর্তমান মন্ত্রীসভা পদত্যাগ করবে।