আগামী সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে শ্রীলঙ্কার পার্লামেন্ট
আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এর জন্য ওইদিন দেশটিতে সংসদীয় ভোট অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবার্দেনা এ তথ্য জানিয়েছেন। খবর দ্য টাইমস অভ ইন্ডিয়া'র।
বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো ক্ষমতা ছাড়েননি। তবে তিনি স্পিকারকে জানিয়েছেন, আগামী বুধবার (১৩ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।
স্পিকার আবেবার্দেনা জানিয়েছেন, বুধবার রাজাপাকসের পদত্যাগ গ্রহণ করার পর ১৫ জুলাই দেশটির পার্লামেন্টের অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার কথা ঘোষণা করা হবে।
এরপর ১৯ জুলাই পুনরায় পার্লামেন্টের অধিবেশন বসবে। সেদিন প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন গ্রহণ করা হবে। পরেরদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও জানিয়েছেন, নতুন সরকার গঠিত হওয়ার পর তিনিও তার পদ থেকে সরে দাঁড়াবেন।
এর আগে প্রাথমিকভাবে স্পিকার জানিয়েছিলেন, প্রেসিডেন্ট রাজাপাকসে দেশ ত্যাগ করে প্রতিবেশি একটি দেশে আশ্রয় নিয়েছেন। পরে তিনি আবার জানান, তার আগের দেওয়া তথ্য ভুল ছিল, প্রেসিডেন্ট রাজাপাকসে এখনো দেশেই আছেন। পরে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়।
সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়, বুধবার দেশটির প্রেসিডেন্ট পদত্যাগ করবেন। তার কয়েক ঘণ্টা পরে প্রেসিডেন্সিয়াল সচিবালয় থেকে জানানো হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পক্ষ থেকে যেকোনো ধরনের যোগাযোগ পার্লামেন্টের স্পিকারের মাধ্যমে প্রকাশ করা হবে।
এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে মন্তব্য করেন, পার্লামেন্টের বাইরে থেকে কেউ পার্লামেন্টকে নির্দেশ দিতে পারেন না।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, মুখপাত্র শ্রীলঙ্কার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছেন ও দায়ীদের জবাব্দিহিতার মুখে আনার আহ্বান জানিয়েছেন।