'রাজাপাকসে শ্রীলঙ্কাতেই আছেন'- ইউটার্ন নিলেন স্পিকার
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কাতেই আছেন বলে জানালেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওবর্ধন। তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেন স্পিকার।
এর আগে জানা গিয়েছিল প্রেসিডেন্ট রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লুকিয়ে আছেন এবং দেশ থেকে পালানোর চেষ্টা করছেন।
সোমবার শ্রীলঙ্কার স্পিকারের অফিসের তরফ থেকে জানানো হয়, "প্রেসিডেন্ট ও স্পিকারের মধ্যে যোগাযোগ রয়েছে। প্রেসিডেন্ট সরকারিভাবেই স্পিকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংবাদমাধ্যমে দুজনের কথোপকথনের প্রকাশিত অংশটি এখনকার নয়।"
বিবৃতিতে আরও বলা হয়, "দেশের রাজনৈতিক অস্থিতিশীল সব ঘটনার পরিপ্রেক্ষিতে স্পিকারের ধারণা হয় প্রেসিডেন্ট হয়তো দেশে নেই। নিরাপত্তার কারণে সরকারিভাবে তাঁর অবস্থান জানানো হয়নি। প্রেসিডেন্ট দেশের বাইরে- স্পিকারের এমন বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ করে হয়েছে।"
শনিবার থেকে প্রেসিডেন্ট গোতাবায়ার ইস্তফার দাবিতে উত্তাল শ্রীলঙ্কা। পথে নেমেছেন সাধারণ মানুষ। গোতাবায়ার সরকারি বাসভবনেও ঢুকে পড়েছে তারা। গোতাবায়া জানিয়েছেন, ১৩ জুলাই তিনি প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিবেন। ইস্তফা দিতে সম্মত প্রধানমন্ত্রী রনিল বিক্রমেসিঙ্ঘেও। তারপর অন্তর্বর্তী সর্বদলীয় সরকার চালাতে সম্মত হয়েছ সব দল।
- সূত্র: ইন্ডিয়া টুডে