মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে গোতাবায়া, এরপর যাবেন সৌদি আরব
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। সেখান থেকে তিনি সৌদি আরব যাবেন।
৭৩ বছর বয়সী এই নেতা বুধবার (১৩ জুলাই) সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে চড়েন বলে এপি-কে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
এই বিমানে করেই তিনি সিঙ্গাপুর থেকে সৌদি আরবের জেদ্দায় যাবেন।
এর আগে গতকাল বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, বুধবার সকালে রাজাপাকসে, তার স্ত্রী এবং দুই দেহরক্ষী শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি বিমানে চড়ে মালদ্বীপ চলে গেছেন।
এছাড়া, একটি সরকারি সূত্র ও রাজাপাকসের ঘনিষ্ঠ ব্যক্তি জানান, তিনি মালদ্বীপের রাজধানী মালেতে আছেন।
রাজাপাকসে সেখান থেকে এশিয়ার অন্য কোনো দেশে যাবেন বলে জানায় ঐ সরকারি সূত্র।
উল্লেখ্য, এর আগে শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন দখলে নিয়ে নেয়। সেসময় বাসভবন ছেড়ে পালিয়েছিলেন তিনি। তখন থেকেই গোতাবায়ার দেশত্যাগের জল্পনা তৈরি হয়েছিল।
চরম অর্থনৈতিক সংকটের মাঝে দীর্ঘদিন ধরেই গোতাবায়ার পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন শ্রীলঙ্কার আমজনতা। তবে গোতাবায়া অনড় ছিলেন নিজের অবস্থানে।
তার ভাই মহিন্দা রাজাপাকসে চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও নিজের গদি ছাড়েননি গোতাবায়া। তবে তার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার পর তিনি পদত্যাগে সম্মত হন।
গত সপ্তাহে তিনি জানান, বুধবার তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন তিনি। কিন্তু এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে গ্রেপ্তার হওয়া থেকে বেঁচে যাবেন বলে পদত্যাগ করার আগে দেশ ছাড়তে চেয়েছিলেন গোতাবায়া
জানা গেছে, অ্যান্টভ-৩২ সামরিক বিমানে করে দেশ ছাড়েন গোতাবায়া। মালদ্বীপে অবতরণের পর গোতাবায়াকে পুলিশ এসকর্টে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
তিনি প্রাথমিকভাবে দুবাই পালাতে চেয়েছিলেন। তবে কলোম্বো বিমানবন্দরের কর্মকর্তারা ভিআইপি চ্যানেল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন গোতাবায়া।