নর্ড স্ট্রিম দিয়ে ফের ইউরোপে গ্যাস সরবরাহ চালু করল রাশিয়া
১০ দিন বন্ধ রাখার পর আবারও ইউরোপে নিজেদের বৃহত্তম পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া। যদিও জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশগুলো আশঙ্কা প্রকাশ করেছিল যে এই পাইপলাইন ফের চালু না-ও করতে পারে মস্কো।
রক্ষণাবেক্ষণের কাজের ১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর ফের চালু হলেও নর্ড স্ট্রিম ১ পাইপলাইনটি দিয়ে গ্যাস সরবরাহের মাত্রা কমিয়ে দেয়া হয়েছে।
একদিন আগেই অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়েছিলেন যে, ইউরোপে গ্যাসের সরবরাহ কম থাকবে। তার এ ঘোষণা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এদিকে ইউরোপের দেশগুলোর রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। সেজন্য ইউরোপের দেশগুলোকে আগামী সাত মাসের মধ্যে গ্যাস ব্যবহার ১৫ শতাংশ হ্রাসের আহ্বান জানিয়েছে কমিশন।
গত বছর ইউরোপের ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এসেছে রাশিয়া থেকে।
২০২০ সালে রাশিয়া থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করেছে জার্মানি। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দেশটি রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশে নামিয়ে এনেছে। দেশটি রাশিয়ার গ্যাস ব্যবহার পুরোপুরি বন্ধ করতে চায়।
এদিকে রাষ্ট্রীয় গ্যাস সংস্থা গ্যাজপ্রম তাদের সমস্ত চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণ করবে বলে আশ্বস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নর্ড স্ট্রিম ১ দিয়ে বৃহস্পতিবার সকালের দিকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, পাইপলাইনটি দিয়ে সক্ষমতার মাত্র ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে।
মধ্য-জুনেও পাইপলাইনটি দিয়ে সক্ষমতার ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছিল। ওই সময় জার্মানির সিমেন্স এনার্জি সার্ভিসিং করা সরঞ্জাম ফেরত দিচ্ছে—এ কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল গ্যাজপ্রম।
এদিকে গ্যাসের সরবরাহ নিয়ে পুতিনের ওপর বিশ্বাস রাখতে পারছে না জার্মানিসহ ইউরোপের কোনো দেশই।
জার্মানির মন্ত্রীরাও জানেন, আগামী শীতের জন্য তাদের কাছে গ্যাসের পর্যাপ্ত মজুত নেই। এ কারণে নেতারা মানুষকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানাচ্ছেন।
এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করে ও পুরোনো কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নতুন করে চালু করেও পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে জার্মানি।
অন্যদিকে শিল্পনেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্যাসের ঘাটতি মন্দা ডেকে আনতে পারে।
- সূত্র: বিবিসি