শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর
শুক্রবার (২২ জুলাই) সকালে রাজধানীতে প্রধান সরকারবিরোধী বিক্ষোভ শিবিরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। খবর বিবিসির।
কলম্বোতে রাষ্ট্রপতির কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের উপর কয়েকশ সেনা এবং পুলিশ কমান্ডো অভিযান চালায়। তাদের মারধর করা হয়, তাদের তাঁবু ভেঙ্গে ফেলা হয়।
প্রতিবেদন থেকে জানা গেছে, এসময় বিবিসির একজন ভিডিও সাংবাদিককেও মারধর করে সেনাবাহিনী। একজন সেনা তার ফোন ছিনিয়ে নিয়ে রেকর্ড করা ভিডিও ডিলিট করে দেয়।
বিবিসি সূত্রে জানা গেছে, আহত দুজনসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
গত ৯ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবন দখলে নেয় বিক্ষোভকারীরা, যার ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়া।
শপথ গ্রহণের পর নবনিযুক্ত প্রেসিডেন্ট বিক্রমাসিংহে বলেন, সরকার পতন বা সরকারি ভবন দখলের যে কোনো প্রচেষ্টা 'গণতান্ত্রিক নয়, বরং এটি আইনের পরিপন্থী'।
তার এ মন্তব্যের পরই আজ নিরাপত্তা বাহিনী বিক্ষোভ শিবিরে প্রবেশ করে এবং বিক্ষোভকারীদের কাছ থেকে ভবনটি পুনরুদ্ধার করে। কিন্তু আগে থেকেই ভবনটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিক্ষোভকারীরা।
পুলিশ এ ঘটনাকে 'রাষ্ট্রপতি সচিবালয়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিশেষ অভিযান' হিসেবে উল্লেখ করেছে।
বিবিসি সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে পুলিশের এক মুখপাত্র বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন।
শুক্রবার ভোররাতে শ্রীলঙ্কার স্থানীয় সময় রাত ১ টায় এ অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনী পরে ঘটনাস্থলের দিকে যাওয়ার রাস্তার একটি অংশ পুরোপুরি বন্ধ করে দেয়।
প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে চলতি মাসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে।
গোতাবায়ার মতোই তিনিও দেশটির জনগণের কাছে বেশ অজনপ্রিয়। ক্ষমতায় এসে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট প্রবল হওয়ার কারণে গত কয়েক মাস ধরে ব্যাপক অস্থিরতা চলছে। বেশিরভাগই সাবেক সরকারকে দেশটির অর্থব্যবস্থার অপব্যবহার করার জন্য দায়ী করেছেন।
বুধবার বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তার প্রতি মানুষের গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও অনেক বিক্ষোভকারী বলেন যে তারা তাকে দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করার সুযোগ দেবেন।