'আগুন নিয়ে খেললে পুড়তে হবে'- তাইওয়ান নিয়ে বাইডেনকে সতর্ক করল জিনপিং
আগুন নিয়ে খেললে পুড়তে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তাইওয়ান নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে বৃহস্পতিবার (২৮ জুলাই) এক দীর্ঘ ফোনালাপে অংশ নেন এই দুই রাষ্ট্রপ্রধান।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। এর মধ্যেই তাইওয়ানের ওপর আবারও চীন চড়াও হবে এমনটাই মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা। অন্যদিকে মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির আসন্ন তাইওয়ান সফর নিয়ে কয়েকদিন ধরেই সতর্ক করে আসছে বেইজিং।
গতকাল দুই ঘণ্টা ১৭ মিনিটের ফোনালাপে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনায় বসেন বাইডেন ও জিনপিং। আলোচনা শেষে চীন এক বিবৃতিতে জানায়, বাইডেনকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি শি জিনপিং।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার সূত্র অনুসারে জিনপিং বাইডেনকে বলেন, 'জনগণের ইচ্ছা লঙ্ঘিত হবে না। আগুন নিয়ে খেললে আপনাকে পুড়তে হবে। আশা করি মার্কিন কর্তৃপক্ষ এটা পরিষ্কারভাবেই বুঝবে'।
তবে হোয়াইট হাউজ এই আলোচনা নিয়ে পরিষ্কার কোনো বিবৃতি দেয়নি।
যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানায়, 'তাইওয়ানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তিত হয়নি- এর ওপরেই জোর দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন একপাক্ষিক প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে'।
মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাইওয়ান বিষয়ক আলোচনাকে 'প্রত্যক্ষ ও বাস্তব' বলে অভিহিত করেছেন।
এছাড়া বাইডেন ও জিনপিং মুখোমুখি আলোচনায় বসার পরিকল্পনা করছেন বলেও জানান তারা। বাইডেন প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার চিন্তাও চলছে।
বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত সূত্র অনুযায়ী আগামী আগস্টে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের কথা জানানো হয়েছে। তবে মার্কিন শীর্ষস্থানীয় এই রাজনীতিকের সফর ভালোভাবে নিচ্ছে না বেইজিং।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ঝাও লিজিয়ন বলেন, 'সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় আমরা সবধরনের পদক্ষেপ নিব'।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে দ্বন্দ্বের মাঝে চীন আবারও তাইওয়ান দখলে সক্রিয় হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের অনেকে। এক-চীন নীতির প্রবক্তা হিসেবে বেইজিংয়ের বর্তমান নেতৃত্ব পৃথক রাষ্ট্র হিসেবে তাইওয়ানের অস্তিত্ব মানে না।
সম্প্রতি জাপানে কোয়াডের এক আলোচনাতেও চীন তাইওয়ান আক্রমণ করলে পাশে দাঁড়ানোর ঘোষণা দেন জো বাইডেন।
- সূত্র: সিএনএন