পরপর চারবার নেগেটিভের পর ফের করোনা পজিটিভ মার্কিন প্রেসিডেন্ট
বারবার রিপোর্ট 'নেগেটিভ' আসছিল। তবু নতুন করে করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত ২১ জুলাই প্রথম করোনা পজিটিভ আসে ৭৯ বছর বয়সী জো বাইডেনের। সে সময় মৃদু উপসর্গ ছিল তার।
শনিবার জানান, তার মধ্যে একেবারেই কোনো উপসর্গ নেই কিন্তু অন্যদের সুরক্ষায় নিজেকে 'আইসোলেটেড' রাখবেন।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চারবার বাইডেনের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শনিবারের পরীক্ষায় আবারও রিপোর্ট পজিটিভ!
পরিস্থিতি বর্ণনা করে একটি চিঠিতে বাইডেনের চিকিৎসক কেভিন ও'কনর জানিয়েছেন, নতুন করে চিকিৎসা শুরু করার প্রয়োজন নেই তবে মার্কিন প্রেসিডেন্টকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
প্রেসিডেন্টের এভাবে পুনরায় কোভিড শনাক্তের কেসটিকে 'রিবাউন্ড' সংক্রমণ আখ্যা দিয়ে এই চিকিৎসক জানান, বাইডেন প্যাক্সলোভিড নামক একটি অ্যান্টি-ভাইরাল ড্রাগ নিয়ে আসছিলেন। এটি ফাইজারের ওষুধ যা উচ্চ-ঝুঁকির মধ্যে থাকা রোগী বিশেষ করে বয়স্কদের চিকিৎসায় ব্যবহৃত হয়।
- সূত্র- বিবিসি