শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি ছাড়া আসিয়ান সম্মেলনে যোগ দিতে পারবে না মিয়ানমার
শান্তি স্থাপনে অগ্রগতি না দেখানো পর্যন্ত আসিয়ানের (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস) কোনো বৈঠকে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার অংশ নিতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই আঞ্চলিক জোট। আজ শনিবার (৬ আগস্ট) কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
এ সপ্তাহের আসিয়ান সভার সভাপতি ও মিয়ানমার ইস্যু সংক্রান্ত বিশেষ দূত প্রাক সোখোন এক সংবাদ সম্মেলনে বলেন, জান্তা সরকারকে অবশ্যই এমনভাবে কাজ করতে হবে যেনো দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে, তা বোঝা যায়। অগ্রগতি দেখার পরই আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হবো।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারির শুরুতে দুর্নীতির অভিযোগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে আন্তর্জাতিক মহলের নানান সমালোচনা ও শান্তি স্থাপনের চাপ উপেক্ষা করে সামরিক কায়দায় দেশ শাসন করে চলেছে মিয়ানমারের জান্তা সরকার।
- সূত্র: রয়টার্স