বিখ্যাত বায়রাক্তার টিবি-২ ড্রোন পেতে লাইনে তিন বছর অপেক্ষা করতে হবে!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশেষ খ্যাতি লাভ করা বায়রাক্তার ড্রোনের চাহিদা বর্তমানে এতটাই বেশি যে তা পেতে হলে ক্রেতাদের অপেক্ষা করতে হবে তিন বছর! ইউক্রেনে রুশ আগ্রাসন প্রতিরোধে তুরস্কের তৈরি বায়রাক্তার টিবি-২ ড্রোন ব্যাপক হারে ব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সফলতায় অনুপ্রাণিত হয়ে বিশ্বের অন্যান্য দেশগুলোও হুমড়ি খেয়ে পড়েছে বিধ্বংসী এই আকাশচর অস্ত্রটি কিনতে।
ইউক্রেনের 'কাম ব্যাক অ্যালাইভ ফাউন্ডেশন'কে দেওয়া এক সাক্ষাৎকারে তুর্কী ডিফেন্স কোম্পানি 'বাইকার টেকনোলজিস'- এর সিইও হালুক বায়রাক্তার জানান, এই মুহূর্তে প্রতিষ্ঠানটির মাসে ২০টি বায়রাক্তার টিবি-২ ড্রোন উৎপাদনের সক্ষমতা রয়েছে। কিন্তু ইউক্রেনে নতুন কারখানা স্থাপনের মাধ্যমে তারা এই উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে চায়।
হালুক বায়রাক্তার বলেন, "আমরা ইউক্রেনকে আমাদের কৌশলগত সঙ্গী হিসেবে দেখছি।" ইতোমধ্যেই ইউক্রেনে তাদের একটি কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
"বাইকার টেকনোলজিস ইউক্রেনে একটি কারখানা, একটি গবেষণা প্রতিষ্ঠান এবং ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স সেন্টার নির্মাণের কাজে হাত দিয়েছে", বলেন তিনি।
হালুক বায়রাক্তার নিজেই 'কাম ব্যাক অ্যালাইভ ফাউন্ডেশন'কে জানিয়েছেন, চালকবিহীন ড্রোন (ইউএভি) এর চাহিদা বেড়ে যাওয়ায় তাদের প্রতিষ্ঠানে তিন বছরের জন্য সম্পূর্ণ বুকিং হয়ে গেছে।
"যেহেতু এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে পারদর্শীতা দেখিয়েছে, তাই অনেক দেশ এগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠেছে", বলেন হালুক বায়রাক্তার।
ইউক্রেন যুদ্ধে বায়রাক্তার ড্রোনের কার্যকারিতা
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরুর দিকে বায়রাক্তার ড্রোন ব্যবহার করে উল্লেখযোগ্য সংখ্যক রাশিয়ান ট্যাংক ও সাজোয়া যান ধ্বংস করেছে ইউক্রেন। বায়রাক্তার, বিশেষ করে বায়রাক্তার টিবি-২ ড্রোন ইউক্রেনে রীতিমতো 'কিংবদন্তী' বনে গেছে। এমনকি দেশটির একটি লোকগানেও পড়েছে সেই জনপ্রিয়তার ছাপ।
হালুক বায়রাক্তার জানিয়েছেন, ইউক্রেনে নতুন কারখানাটিতে তিনি বায়রাক্তার কিজিলেলমা ও আকেঞ্জি ড্রোনও উৎপাদন করতে চান।
গত জুনে জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করে নিজেদের সেনাবাহিনীর জন্য বায়রাক্তার টিবি-২ ড্রোন কেনার উদ্যোগ নিয়েছিল ইউক্রেনের জনগণ। সেসময় ইউক্রেনকে তিনটি বায়রাক্তার টিবি-২ ড্রোন অনুদান হিসেবে দিয়েছিল বাইকার টেকনোলজিস। এর বদলে তহবিলের টাকা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জনগণকে সাহায্য করার পেছনে ব্যয় করতে অনুরোধ করে প্রতিষ্ঠানটি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বায়রাক্তার ড্রোনের সাহায্যে ইউক্রেন বেশ সফলতা পেলেও, বিশেষজ্ঞরা 'ইনসাইডার'কে বলছেন, রুশ সেনাবাহিনী তাদের ইলেক্ট্রোনিক ও বিমান প্রতিরক্ষা বৃদ্ধি করায় বায়রাক্তার টিবি-২ ড্রোনগুলো কার্যকারিতা হারাচ্ছে।
বায়রাক্তার টিবি-২ ড্রোনের দাম কত?
সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গেছে, একেকটি ড্রোন অন্তত ১০ লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি করে থাকে তুর্কি প্রতিষ্ঠানটি। যদিও ইউক্রেনের কাছে একেকটি বিক্রি করা হয়েছে সাত লাখ মার্কিন ডলারে।
ইউক্রেনের কাছে কয়টি বায়রাক্তার টিবি-২ ড্রোন আছে?
মিডল ইস্ট আই বলছে, গেল মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানিয়েছেন যে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন আরম্ভের পর থেকে এযাবত তুর্কী কোম্পানি বায়কার-এর কাছ থেকে ৫০টি সশস্ত্র ড্রোন এনেছে ইউক্রেন।
বায়রাক্তার ড্রোনে কয়টি ক্ষেপণাস্ত্র থাকে?
বায়কার টেকনোলজিস-এর প্রচারিত বিজ্ঞাপন থেকে জানা গেছে, প্রতিটি বায়রাক্তার ড্রোন চারটি লেজার-গাইডেড ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।
এই ড্রোনগুলোতে রয়েছে ৩৯ ফুট লম্বা উইংসপ্যান; এগুলো বাহুল্যবর্জিত, ওজনে হালকা (মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত রিপার ড্রোনের চেয়ে প্রায় সাত গুণ হালকা)এবং একবারে ৩০ ঘন্টা পর্যন্ত চলতে পারে।
সূত্র: ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং