যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট
শ্রীলঙ্কার সাবেক প্রসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে স্ত্রী ও ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য মার্কিন গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিররের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে রাজাপাকসের আইনজীবীরা গ্রিন কার্ড পেতে তার পক্ষে আবেদন প্রক্রিয়া শুরু করেছেন গত মাসেই। স্ত্রী লোমা রাজাপাকসে মার্কিন নাগরিক হওয়ায় সাবেক প্রেসিডেন্টও মার্কিন নাগরিগত্ব (গ্রিন কার্ড) পাওয়ার যোগ্যতা রাখেন।
তীব্র জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট এবং চড়া দাম, চরম মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে ব্যাপক জনবিক্ষোভের মুখে গেল মাসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। স্ত্রীসহ বর্তমানে ব্যাংককের একটি হোটেলে রয়েছেন তিনি।
২০১৯ সালে নির্বাচনে অংশ নিতে মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছিলেন গোতাবায়ে রাজাপাকসে। শ্রীলঙ্কার সেনাবাহিনী থেকে তাড়াতাড়ি অবসর নিয়ে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। তবে ২০০৫ সালে আবারও শ্রীলঙ্কায় ফিরে আসেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, এখন কলম্বোতে তার আইনজীবীরা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিতে অতিরিক্ত নথিপত্র জমা দেওয়ার কাজ করছেন। ৭৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আগামী ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফিরবেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। যদিও এর আগে শোনা গিয়েছিল, অন্তত নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডেই থাকার প্রাথমিক পরিকল্পনা করেছিলেন তিনি।
জানা যায়, দুইদিন আগে নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন রাজাপাকসে এবং সিদ্ধান্ত নিয়েছেন চলতি মাসের শেষের দিকেই তিনি শ্রীলঙ্কায় ফিরবেন। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে থাইল্যান্ডেও প্রাথমিকভাবে তাকে স্বাভাবিক চলাফেরার অনুমতি দেওয়া হয়নি।
ব্যাংকক পৌঁছানোর পর, থাই পুলিশ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে নিরাপত্তার কারণে বাড়ির ভেতরেই থাকার পরামর্শ দেয়।
স্থানীয় সংবাদপত্র ব্যাংকক পোস্ট জানিয়েছে, যে হোটেলে রাজাপাকসে অবস্থান করছেন তার আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্পেশাল ব্রাঞ্চ ব্যুরো থেকে সাদা পোশাকধারী পুলিশ অফিসারদের মোতায়েন করা হয়েছিল। তবে, কোন হোটেলে তিনি রয়েছেন তা প্রকাশ করা হয়নি।
- সূত্র: দ্য ইকোনমিক টাইমস