রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনে সু চি-কে আরও ৩ বছরের কারাদণ্ড
সামরিক সরকার মিয়ানমারের একটি আদালত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে। রাজধানী নাইপিদোর একটি আদালতে আজ এই রায় দেওয়া হয় বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
উভয়ের বিরুদ্ধেই রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে মিয়ানমারে। তবে তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ উভয়েই স্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, উভয়কেই তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে কারাগারে তাদের কোনো কঠোর পরিশ্রম করতে হবে না।
গেলো বছর ফেব্রুয়ারিতে দেশটির সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর রাজনীতিবিদ, আইন প্রণেতা, আমলা, ছাত্র এবং সাংবাদিকসহ কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে মিয়ানমারের নেত্রী সু চি এবং অর্থনৈতিক উপদেষ্টা টার্নেলসহ তার অর্থনৈতিক দলের বেশ কয়েকজন সদস্যকেও গ্রেপ্তার করা হয়।
নোবেল বিজয়ী সু চিকে ইতোমধ্যেই দুর্নীতির অভিযোগে কয়েকটি পৃথক মামলায় ১৭ বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
- সূত্র: রয়টার্স