সমালোচনার মুখে কেবিন ক্রুদের ড্রেসকোড প্রত্যাহার করল পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা
বিতর্কের মুখে একদিনের মাথায় কেবিন ক্রুদের জন্য নির্ধারিত ড্রেসকোড বিধান প্রত্যাহার করল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।
এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে কেবিন ক্রুদের জন্য অন্তর্বাস পরিধান বাধ্যতামূলক করার কথা জানিয়ে ড্রেস কোড প্রকাশের পরেই সমালোচনায় পড়ে পিআইএ ম্যানেজমেন্ট কমিটি।
সমালোচনার পরিপ্রেক্ষিতে সংস্থাটির মানব সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিজ্ঞপ্তির প্রধান উদ্দেশ্য যথাযথ ড্রেসকোড নির্ধারণ হলেও অসাবধানতার কারণে সেখানে শব্দচয়ন সঠিক ছিল না।
পিআইএ-র প্রধান মানবসম্পদ কর্মকর্তা একটি লিখিত ব্যাখ্যায় বলেন, 'আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। এটা নিশ্চিত যে এই বিষয় যে শব্দগুলো প্রকাশিত হয়েছে তার পরিবর্তে আরও ভালো ও উপযুক্ত শব্দ ব্যবহার করা যেতে পারত। দুভার্গ্যবশত মিডিয়াতে (ইলেক্ট্রনিক এবং সামাজিক) বিষয়টি ট্রোল হিসেবে ও ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে। মূল বিষয়টি পরিষ্কার না হওয়ায় সংস্থার মানহানি হচ্ছে'।
এর আগে শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সব কেবিন ক্রুকে ফর্মাল পোশাকের নিচে অবশ্যই অন্তর্বাস পরতে হবে। পিআইএ'র দাবি ছিল বিমানের ক্রুদের ভালো বেশভূষার অভাবে সংস্থাটির ওপর 'মন্দ ছাপ' পড়ছে এবং 'নেতিবাচক ভাবমূর্তি' তৈরি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় 'গভীর উদ্বেগের সঙ্গে দেখা যাচ্ছে যে আন্তঃনগর ফ্লাইটের কিছু কেবিন ক্রু ক্যাজুয়াল পোশাক পরে কাজ করছেন, হোটেলে থাকছেন, ও বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এ ধরনের পোশাকের কারণে মানুষের মনে পিআইএ নিয়ে মন্দ ইমপ্রেশন তৈরি হচ্ছে। এটির ফলে ওই ব্যক্তি এবং একইসঙ্গে সংস্থার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে'।
ওই নির্দেশনায় ফর্মাল প্লেইন পোশাকের নিচে 'উপযুক্ত অন্তর্বাস' পরিধানের মাধ্যমে 'উপযুক্তভাবে পোশাক' পরার জন্যও বলা হয়।
- সূত্র: দ্য ডন