রাশিয়ার ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংস্থার তালিকায় মেটা
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/10/11/2022-10-11t114831z_2_lynxmpei9a0mu_rtroptp_4_davos-meeting_0.jpg)
আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্লাটফর্মকে 'সন্ত্রাসী ও চরমপন্থী' সংস্থার তালিকায় যোগ করেছে রাশিয়ার আর্থিক নজরদারি সংস্থা রসফিনমনিটরিং।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) রাশিয়ার বার্তাসংস্থা ইটারফ্যাক্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত মার্চ মাসে রাশিয়াতে মেটা 'চরমপন্থী' কর্মকাণ্ডে দোষী রায় আসার পর আপিল করে কোম্পানিটি, মেটার এ আপিল খারিজ করে দেয় রাশিয়ার আদালত।
সে সময় আদালতে মেটার আইনজীবী বলেছিলেন, মেটা রুশোফোবিয়ার বিরুদ্ধে এবং কোনো চরমপন্থী কর্মকাণ্ডে জড়িত না।
মার্চ মাসের শেষ দিকে ফেসবুক ও ইন্সটাগ্রামকে নিষিদ্ধ করে রাশিয়া। নিষিদ্ধের আগে ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে মেটা 'রুশবিদ্বেষ' মেনে নিচ্ছে বলে অভিযোগ করেছিল রুশ কর্তৃপক্ষ। পরে 'জঙ্গি' কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ফেসবুক ও ইন্সটাগ্রামের ওপর নিষেধাজ্ঞা জারি করে মস্কো।
উল্লেখ্য, গত ১০ মার্চ মেটা ঘোষণা দিয়েছিল, তারা 'রুশ দখলদারদের মৃত্যু কামনা' জানিয়ে দেওয়া বক্তব্যকে অনুমোদন দেবে, তবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুমকি প্রদানকে অনুমোদন দেবে না। পরে অবশ্য মেটা এই নীতিতে পরিবর্তন এনে বলে যে, এটি শুধু ইউক্রেনের অভ্যন্তর থেকে প্রকাশিত ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
- সূত্র: রয়টার্স