৭৫ বছর পর প্রকাশিত হলো গ্রিক সাহিত্যিক কাজানজাকিসের লেখা সর্বশেষ উপন্যাস
বিশ্বখ্যাত ধ্রুপদী উপন্যাস জোরবা দ্য গ্রিক-এর লেখক নিকোস কাজানজাকিসের অবশিষ্ট অপ্রকাশিত উপন্যাসটি অবশেষে প্রকাশিত হয়েছে। খবর গ্রিক রিপোর্টার-এর।
বইটি লেখার ৭৫ বছর এবং লেখকের মৃত্যুর ৬৫ বছর পর এটি গত ২৬ অক্টোবর প্রকাশিত হলো।
অ্যানিফরোস শীর্ষক এ উপন্যাসটি প্রকাশ করেছে গ্রিসের ডায়োপট্রা। এর আগে অবশ্য প্রকাশনী সংস্থাটিকে কাজানজাকিসের বংশধর ও তার সাহিত্যকর্মের কপিরাইটের মালিক নিকি স্তাভরু'র কাছ থেকে অনুমতি নিতে হয়েছে।
হারানোর পর আবার খুঁজে পাওয়া উপন্যাসের পাণ্ডুলিপিটি নিকোস কাজানজাকিসের গ্রামের বাড়িতেই রাখা ছিল।
নোবেলের জন্য নয়বার মনোনীত
নিকোস কাজানজাকিস সমসাময়িক গ্রিক সাহিত্যকদের মধ্যে সবচেয়ে বেশি অনূদিত লেখক। আধুনিক গ্রিক সাহিত্যে তাকে প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসেবে মানা হয়।
কাজানজাকিস ছিলেন একইসঙ্গে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক, ও রাজনীতিবিদ। গ্রিসের ক্রিটে তার জন্ম ও বেড়ে ওঠা। তবে তার জীবন ছিল একপ্রকার ভবঘুরের জীবন। ইউরোপের অনেক শহরে বাস করেছিলেন তিনি।
তার লেখার তালিকায় রয়েছে উপন্যাস, ছোটগল্প, নাটক, ভ্রমণকাহিনী, স্মৃতিকথা, ও দার্শনিক নিবন্ধ। ১৯০৬ থেকে আমৃত্যু লিখেন। ১৯৫৭ সালে মৃত্যু হয় এ ধ্রুপদী সাহিত্যিকের।
নোবেল পুরষ্কারের জন্য নয় বার নির্বাচিত হয়েছিলেন কাজানজাকিস। যে বছর মৃত্যু হয়েছিল, সে বছর কেবল এক ভোটের জন্য অ্যালবার্ট কাম্যুর কাছে হেরে যান তিনি।
১৯৬৪ সালে তার উপন্যাস জোরবা দ্য গ্রিক থেকে সিনেমা নির্মাণ করেন গ্রিক-সাইপ্রয়েট নির্মাতা মাইক্যালিস ক্যাকোইয়্যানিস। এরপর ১৯৮৮ সালে তার আরেক উপন্যাস দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট থেকে একই নামে সিনেমা তৈরি করেন বিখ্যাত মার্কিন পরিচালক মার্টিন স্করসেজি।
অপ্রকাশিত সর্বশেষ উপন্যাস
১৯৪৬ সালে জোরবা দ্য গ্রিক লেখার পরেই অ্যানিফরোস লিখেছিলেন নিকোস কাজানজাকিস।
বইটিতে লেখকের ব্যক্তিগত জীবনের অনেক কথার উল্লেখ রয়েছে। এটি ক্রিট, ইংল্যান্ড, ও লোনলিনেস; এ তিন অংশে বিভক্ত।
জার্মান দখলে থাকার সময় গ্রিস যে দুর্দশার মধ্য দিয়ে গিয়েছিল, তা জোরবা দ্য গ্রিক-এ না থাকার জন্য সমালোচনা শুনেছিলেন কাজানজাকিস। ডায়োপট্রা জানিয়েছে, সেসব সমালোচনার উত্তরই অ্যানিফরোস-এ দিয়েছেন কাজানজাকিস।