গুজরাটে সংস্কারের ৬ দিন পর শতবর্ষী ঝুলন্ত সেতু ভেঙ্গে নিহত ৪০
ভারতের গুজরাটের মোরবি জেলায় শতবর্ষী একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস-এর।
রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলার মাচ্ছু নদীর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কার কাজের পর গত পাঁচ দিন আগে নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। ছ'দিনের মাথাতেই ঘটে গেল বিপর্যয়।
সামনে গুজরাটের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর রবিবারই তিন দিনের সফরে গুজরাটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরের মধ্যেই এ দুর্ঘটনা ঘটল।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখনো উদ্ধারকাজ চলছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, সেতুর ওপরে যারা ছিলেন, তাদের অধিকাংশই পর্যটক। সেতুটি ভেঙে পড়ার পর কিছু মানুষ সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। অনেকে ভাঙা সেতুর রেলিং ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।
ঘটনার পরই গুজরাটেরর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া তিনি রাজ্য প্রশাসনকে উদ্ধারকাজ দ্রুত করারও নির্দেশ দেন।
নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে গুজরাট সরকার।
এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।