পাকিস্তানে রিজার্ভ সংকট: মল, দোকানপাট বন্ধের সময়সীমা বেঁধে দিল সরকার
পাকিস্তানে অর্থনৈতিক সংকট মোকাবেলায় রাত সাড়ে ৮টার মধ্যে সকল দোকানপাট, বাজার ও মল বন্ধের নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। শক্তি সংরক্ষণ ও খরচ সাশ্রয়ের ব্যবস্থা হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে দেশটিতে। খবর আল জাজিরার।
মঙ্গলবার (৩ জানুয়ারি) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা অনুমোদিত এই পদক্ষেপের ফলে দেশের প্রায় ৬২ বিলিয়ন রুপি (২৭৩ মিলিয়ন মার্কিন ডলার) সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থ আসতে দেরি হওয়ায় দেশে নগদ অর্থ ধরে রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। বর্তমানে দেশটিতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, তা দিয়ে মাত্র একমাসের আমদানি খরচ যোগানো সম্ভব। তাই সরকার এই মুহূর্তে দেশে বিদ্যুৎ, গ্যাসের মতো জ্বালানির ব্যয় কমাতে চাইছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, খরচ সাশ্রয়ে এর পাশাপাশি আরও কিছু অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। রাত ১০টার মধ্যে রেস্তোঁরা বন্ধ এবং বিয়ের অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সকল সরকারি অফিসে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এদিকে, এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু ব্যবসায়ী দোকানপাট খোলা রাখার সময় কিছুটা বাড়ানোর জন্য চাপ দিলেও সরকার তার সিদ্ধান্তে অটল বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী আসিফ।
আইএমএফের কাছ থেকে ১.১ বিলিয়ন ডলার অর্থায়ন বিলম্বিত হওয়ায় পাকিস্তানের ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় বাধ্য হয়েই এমন পদক্ষেপ নিতে হল সরকারকে। আইএমএফের সাথে ইসলামাবাদের কিছু বিষয়ে মতপার্থক্যের কারণে অর্থ আসতে দেরি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
গতমাসে পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১.৭ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে; এরমধ্যে মাত্র ৫.৮ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শুরুতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভের তুলনায় পাকিস্তানের বর্তমান রিজার্ভের পরমাণ অর্ধেকে নেমে এসেছে।