১৮ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন
খরচ বাঁচাতে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের লক্ষ্য নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কোম্পানির মোট ৩ লাখ কর্মীর ৬ শতাংশই ছাঁটাইয়ের মধ্যে পড়বেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
কোম্পানির সিইও জানান, ছাঁটাইয়ের ঘোষণাটি এভাবে সামনে আনা হল, 'কারণ আমাদেরই একজন সহকর্মী খবরটি বাইরে প্রকাশ করেছেন'।
এর আগে, গেল বছরের শেষের দিকে কোম্পানির ব্যয় কমানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছিল অ্যামাজনের পক্ষ থেকে। এতে কর্মী ছাঁটাইয়ের আভাসও দেওয়া হয়েছিল। তবে কোন অঞ্চল থেকে ঠিক কত কর্মী চাকরি হারাতে পারেন, তা উল্লেখ করা হয়নি সে সময়।
কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেন, "চাকরি হারিয়ে যারা ক্ষতিগ্রস্ত হবেন, আমরা তাদের সহযোগিতার জন্য কাজ করছি; ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তী স্বাস্থ্যবিমা সুবিধা ও অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার মতো সহযোগিতা আমাদের বিবেচনায় রয়েছে।"
কোন এলাকা থেকে কর্মীদের ছাঁটাই করা হবে, সে বিষয়ে এবারও নির্দিষ্ট করে কিছু বলেননি অ্যামাজনের সিইও। শুধু বলেছেন, 'ইউরোপে প্রযোজ্য' কর্মীদের প্রতিনিধিত্বকারী অফিসগুলোর সঙ্গে যোগাযোগ করবে কোম্পানি।
তিনি আরও জানান, অধিকাংশ ছাঁটাই হবে অ্যামাজন স্টোর অপারেশন এবং এর পিপল, এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোজলজি বিভাগে।