চীনের পর যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় হুমকি মনে করে ভারতীয়রা: জরিপ
• ভারতীয়রা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের চেয়েও বড় হুমকি মনে করে যুক্তরাষ্ট্রকে
• ৬০ শতাংশ অংশগ্রহণকারী মোদি যেন রাশিয়া থেকে সস্তার তেল কেনা অব্যাহত রাখেন
ভারতীয়রা চীনের পরই যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে বড় সামরিক হুমকি হিসেবে দেখে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের জন্য তারা ভ্লাদিমির পুতিনের চেয়ে ন্যাটো ও ওয়াশিংটনকে বেশি দায়ী মনে করে। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর ব্লুমবার্গের।
মার্কিন বিজনেস ইন্টেলিজেন্স কোম্পানি মর্নিং কনসাল্টের ওই জরিপে ১ হাজার ভারতীয় অংশ নেন। তাদের মধ্যে প্রায় ৪৩ শতাংশ চীনকে ভারতের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি হিসেবে দেখেন। দেশটির সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। ২০২০ সাল থেকে ফের দুদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে ২২ শতাংশ ভারতীয় যুক্তরাষ্ট্রকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা হুমকি হিসেবে দেখেন বলে ওই জরিপে উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ভারতীয়রা যুক্তরাষ্ট্রকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের চেয়েও বড় হুমকি বলে মনে করেন।
এ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ভারতীয়রা ওয়াশিংটনকে ঝুঁকি হিসেবে দেখেন।
পশ্চিমা মিত্রদের চাপ সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষতা বজায় রেখেছে ভারত। রাশিয়ার সস্তা তেল কেনাও অব্যাহত রেখেছে নয়াদিল্লি।
জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ অংশগ্রহণকারীই চান সরকার যেন রাশিয়া থেকে সস্তার তেল কেনা অব্যাহত রাখে। এছাড়া ৪৮ শতাংশ অংশগ্রহণকারী বলেছেব, রাশিয়ারই ভারতেরই সামরিক অস্ত সরবরাহকারী থাকা উচিত—এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষে মত দিয়েছেন ৪৪ শতাংশ।
আর ৪৯ শতাংশ অংশগ্রহণকারী চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার যেন রাশিয়ার সঙ্গে সামরিক কার্যক্রম অব্যাহত রাখে।