জম্মু-কাশ্মীরে লিথিয়ামের খনি: ভারতের বৈদ্যুতিক গাড়ি শিল্পের বিপুল সম্ভবনা
ভারতে প্রথমবারের মত অমূল্য খনিজ লিথিয়ামের সন্ধান মিলেছে। দেশটির জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় লিথিয়ামের খনি থাকার বিষয়টি নিশ্চিত করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় খনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খনিতে থাকা লিথিয়ামের পরিমাণ প্রায় ৫.৯ মিলিয়ন টন। খবর আনন্দবাজার পত্রিকার।
জম্মু ও কাশ্মীরের অন্যতম প্রাচীন শহর রিয়াসি। ছবির মত সুন্দর এই জনপদ জম্মু থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে। এই জেলাতেই প্রযুক্তির দুনিয়ায় গুরুত্বপূর্ণ রিচার্জেবল ব্যাটারির অন্যতম উপকরণ লিথিয়ামের খনি পাওয়া গেল।
এক সঙ্গে বিপুল পরিমাণ লিথিয়ামের সন্ধান ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কেননা ভারতে যেহেতু এত দিন লিথিয়াম পাওয়া যেত না, তাই এর জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হত। এ বার দেশেই যেহেতু বিপুল পরিমাণে লিথিয়ামের খোঁজ মিলেছে, তাই ব্যাটারি তৈরিতে দেশটির ব্যয় কমবে।
বিশেষজ্ঞদের মতে, ভারতে বিপুল পরিমাণে লিথিয়াম পাওয়ার ফলে ভবিষ্যতে দেশটিতে ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ির উৎপাদন আরও বাড়বে। ২০৩০ সালের মধ্যে দেশে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৩০ শতাংশ বাড়তে পারে। বর্তমানে দূষণ মোকাবিলায় বৈদ্যুতিক গাড়ির দিকে যখন পুরো বিশ্ব ঝুঁকছে তখন বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত লিথিয়ামের সন্ধান যেন এক আশীর্বাদ।
অস্ট্রেলিয়া, চিলি ও আর্জেন্টিনায় কঠিন শিলা এবং ভূগর্ভস্থ জলাধার থেকে লিথিয়াম পাওয়া যায়। দেশ দুটি থেকে লিথিয়াম আনার জন্য জোর পদক্ষেপ নিয়েছিল ভারত সরকার। তবে আমদানি করার ফলে এতদিন বৈদ্যুতিক যন্ত্রের দাম বেশি হত। দেশে লিথিয়ামের ভান্ডার পাওয়া যাওয়ায় আগামী দিনে সস্তায় বৈদ্যুতিক যন্ত্র হাতে পেতে পারেন ভারতের সাধারণ মানুষ।
ভারতে লিথিয়ামের ভান্ডার পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু তা খনন করার কাজ খুব একটা সহজ নয়। কেননা লিথিয়াম খননের কাজ পরিবেশবান্ধব নয়। তবে সরকারি সূত্র মতে, শীঘ্রই সেই কাজ শুরু করা হবে। খনিটি খনন এবং পরিশোধনের জন্য নিলাম ডাকা হবে।
লিথিয়াম খনন করার পর তা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে দগ্ধ করা হয়। একইসাথে নিষ্কাশন প্রক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। কেন্দ্রীয় খনি সচিব বিবেক ভরদ্বাজ বলেছেন, ''আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ খনিজ খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।''
শুধু তাই নয়, লিথিয়াম নিয়ে চীনের সঙ্গেও এ বার পাল্লা দিতে পারে ভারত। চলতি বছরে বলিভিয়ায় লিথিয়ামের ভান্ডারের উন্নয়নের জন্য চুক্তি সাক্ষর করেছে চীন। যেখানে ২১ মিলিয়ন টন লিথিয়াম রয়েছে। দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি লিথিয়াম রয়েছে। এমতবস্থায় দেশের মাটিতেই লিথিয়ামের ভান্ডার পাওয়া যাওয়ার ফলে প্রতিপক্ষ দেশ চীনকে চ্যালেঞ্জ জানাতে পারবে ভারত।
সূত্র: আনন্দবাজার পত্রিকা