ইউটিউবের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি বৃহস্পতিবার প্ল্যাটফর্মটির বর্তমান দায়িত্বভার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি এই পদে ৯ বছর ছিলেন। তার স্থলাভিষিক্ত হবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।
এক ব্লগ পোস্টে ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি অ্যালফাবেটের মালিকানাধীন ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যমটি ছাড়ার ঘোষণা দেন। কারণ হিসেবে তিনি মূলত পরিবার ও নিজেকে সময় দেয়ার কথা উল্লেখ করেছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক ৪৯ বছর বয়সী নীল মোহন ২০১৫ সাল থেকে ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
নীল মোহন ১৯৯৬ সালে অ্যাকসেঞ্চার-এ তার কর্মজীবন শুরু করেন এবং তারপরে নেটগ্রাভিটি নামে একটি স্টার্টআপে যোগ দেন। যা পরবর্তীকালে অনলাইন বিজ্ঞাপন সংস্থা ডাবলক্লিক অধিগ্রহণ করে নেয়।
২০০৭ সালে ডাবলক্লিক কিনে নেয় গুগল। নীল মোহন অ্যাডওয়ার্ডস, অ্যাডসেন্স এবং ডাবলক্লিকসহ গুগলের বিজ্ঞাপনী পণ্যগুলোর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মোহনের মাইক্রোসফটের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি কর্পোরেট কৌশল ব্যবস্থাপক ছিলেন।