আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল মেটা, চাকরি হারাবেন ১০,০০০
আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। মঙ্গলবার (১৪ মার্চ) অন্তত ১০,০০০ লোক ছাঁটায়ের ঘোষণা দিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। খবর বিবিসির।
সংস্থার ব্যয় কমিয়ে আনতে গত নভেম্বরে প্রায় ১১,০০০ কর্মী ছাঁটাইয়ের পর এবার দ্বিতীয়বারের মতো লোক ছাঁটাই করতে চলেছে মেটা।
শুধু ছাঁটাইয়ের পরিকল্পনাতেই থেমে নেই প্রতিষ্ঠানটি, কর্মক্ষেত্রে প্রায় ৫,০০০ শূন্যপদ থাকলেও এই মুহূর্তে নতুন কর্মী নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাকারবার্গ।
কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় জাকারবার্গ জানান, ২০২২ সালে প্রতিষ্ঠানের রাজস্ব নাটকীয়ভাবে কমেছে। আর এটাকে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার একটি সংকেত হিসেবে দেখছেন তিনি।
এর আগে মেটা জানায়, বছর হিসেবে ২০২২ সালের শেষ তিনমাসে সংস্থার আয় অন্তত ৪ শতাংশ কমে যায়। যদিও ২০২২ সালে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ২৩ বিলিয়ন ডলারেরও বেশি।
এরপরেও কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে জাকারবার্গ যুক্তরাষ্ট্রে উচ্চ সুদের হার, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করেছেন।
গেল বছরের শেষ ও চলতি বছরের শুরুতে অ্যামাজন, টুইটার, গুগলের মতো বড় বড় সংস্থায় কর্মী ছাঁটাই হয়েছে। চলমান বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলা ও মন্দার পূর্ব প্রস্তুতি হিসেবে অফিসে কর্মী সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো।