জেনিনে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/03/16/west_bank_attack.jpg)
দখলিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়ে কমপক্ষে তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
এ হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'দখলদারদের বুলেটে জেনিনে তিনজন শহিদ হয়েছেন'।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ওয়াফা জানিয়েছে, সর্বশেষ এ হামলাটি ইসরায়েলি বাহিনীর সাদা পোশাকের সদস্যরা পরিচালনা করেছেন।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, 'নিরাপত্তা বাহিনী বর্তমানে জেনিন শরণার্থী শিবিরে অপারেশন পরিচালনা করছে'।