আইসিসি-র বিরুদ্ধে নিজস্ব মামলা দায়ের করেছে রাশিয়া
আন্তর্জাতিক অপরাধ আদালতের যেসব প্রসিকিউটর ও বিচারক যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন – তাদের বিরুদ্ধে একটি অপরাধ মামলার তদন্ত শুরু করেছে রাশিয়ার একটি শীর্ষ তদন্ত সংস্থা। খবর রয়টার্সের
সংস্থাটি বিষয়টি আজ সোমবার (২০ মার্চ) নিশ্চিত করেছে।
ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় পাঠানোর মাধ্যমে পুতিন এবং রাশিয়ার শিশু বিষয়ক কমিশনার মারিয়া লাভোভা বেলোভা যুদ্ধাপরাধ করেছেন বলে তিন দিন আগে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রাশিয়ার এ উদ্যোগ রায়টিকে অমান্য করারই প্রতীকী পদক্ষেপ।
এবিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি বলেছে, সিদ্ধান্তটির জন্য পুতিনের কোনোপ্রকার অপরাধমূলক দায় নেই, যেহেতু জাতিসংঘের ১৯৭৩ সালের এক কনভেনশনের আওতায় রাষ্ট্রপ্রধানদের সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, নির্দোষ একজন ব্যক্তিকে ইচ্ছে করে অপরাধী ঘোষণা করায়– আইসিসি'র প্রসিকিউটরদের কর্মকাণ্ডকে রাশিয়ান আইনের আওতায় অপরাধ বলে গণ্য করা যায়।
কমিটির বিবৃতিতে আরো বলা হয়, "আমাদের সন্দেহ, (রাশিয়ার) আন্তর্জাতিক সম্পর্ক রক্ষাকে জটিল রূপ দিতে, আন্তর্জাতিক আইনের সুরক্ষাধীন একজন বিদেশি রাষ্ট্রের প্রতিনিধির ওপর হামলার প্রস্তুতিতে শামিল হন (আইসিসি'র) প্রসিকিউটর ও বিচারকরা"।
যদিও এ পরোয়ানাকে আইনিভাবে 'অর্থহীন' এবং 'দুঃসাহস' বলেছে ক্রেমলিন। আর যে যুক্তির মাধ্যমে আইসিসি গঠিত হয়েছে রাশিয়া তাতে স্বাক্ষরকারী দেশ নয়। ফলে আইসিসির আইন তাদের জন্য কার্যকর নয়। ক্রেমলিন জানিয়েছে, আন্তর্জাতিক আদালতটির এই ঘোষণা রাশিয়া ও ব্যক্তিগতভাবে পুতিনের প্রতি তাদের 'শত্রুতার' প্রমাণ।