চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য ‘বার্ড’ চালু করেছে গুগল
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এআই চালিত চ্যাটবট 'বার্ড' চালু করেছে গুগল। তবে বর্তমানে শুধু ১৮ বছরের বেশি বয়সের ব্যবহারকারীরা চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। খবর বিবিসির।
চ্যাটজিপিটির মতোই 'বার্ড' চ্যাটবট হিসেবে যেকোনো বিষয়ের উপর সর্বাধুনিক তথ্য দিয়ে থাকে। 'গুগল ইট' নামের বাটনের দ্বারা চ্যাটবটটিতে এ সার্চ করা হয়। এছাড়াও 'বার্ড' এ তথ্যর প্রদানের সাথে সাথে উক্ত তথ্যের উৎসও দেখানো হয়।
তবে খোদ গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত প্ল্যাটফর্মটির নানা সীমাবদ্ধতা রয়েছে। এমনকি এ চ্যাটবটের ভুল ও পক্ষপাতদুষ্ট তথ্যও প্রদানেরও সম্ভবনা রয়েছে।
কেননা এআই চালিত চ্যাটবটটি মূলত ইন্টারনেট থেকে তথ্য নিয়েই ফলাফল দিয়ে থাকে। এক্ষেত্রে বর্তমানে ইন্টারনেটের তথ্যভাণ্ডারে বহু ভুল ও পক্ষপাতদুষ্ট তথ্য রয়ে যাওয়ায় এ সমস্যা হচ্ছে।
এআই চ্যাটবট গল্প থেকে শুরু করে কম্পিউটার কোড, ইমেইল থেকে শুরু করে এসাইনমেন্ট; বহু জটিল সব কাজ মুহূর্তেই করে দিয়ে পারে। গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের নেতৃত্বে চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। এমনকি এক সপ্তাহের মাঝেই প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখে পৌঁছে যায়।
চ্যাটজিপিটির অপার সম্ভবনা আঁচ করতে পেরে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এতে বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এমনকি কিছুদিন পূর্বে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন 'বিং' এ চ্যাটবট সুবিধা চালু করেছে। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টেও চ্যাটবট সুবিধা যুক্তের পরিকল্পনা করা হয়েছে।
সেক্ষেত্রে এআইয়ের প্রতিযোগিতায় গুগল যেন মাইক্রোসফটের তুলনায় একটু পিছিয়েই পড়েছে। কেননা চ্যাটবট 'বার্ড' চ্যাটজিপিটির তুলনায় কয়েক মাস পর মুক্তি পাওয়ায় সাথে সাথে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যর ব্যবহারকারীরা সেটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে পুরো বিশ্বব্যাপী চ্যাটবটটি চালু করতে আরও সময় লাগবে।
বার্ড মূলত গুগলের গোপন ল্যাংগুয়েজ মডেল 'ল্যামডা' এর উত্তরসূরি। এ মডেল তৈরিতে সম্পৃক্ত থাকা গুগলের এক ইঞ্জিনিয়ার মডেলটিকে 'অসংবেদনশীল' বলে আখ্যা দিয়েছেন। অবশ্য গুগলের পক্ষ থেকে দাবিটিকে অস্বীকার করে ঐ ইঞ্জিনিয়ারকে চাকরীচ্যুত করা হয়েছে।
গুগলের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর জ্যাক বিবিসিকে জানান, চ্যাটবট বার্ড এখনো পরীক্ষামূলক অবস্থায় রয়েছে এবং মানুষ সৃজনশীল কাজে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবে। এমনকি বার্ড ব্যবহার করে তিনি তার সন্তানের জন্মদিন উদযাপনের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করেছেন বলে আশ্বস্ত করেন।
তবে এআই চ্যাটবটে মানুষের অবদানের কথা স্বীকার করেছেন জ্যাক। তিনি বলেন, "গণমাধ্যমে এআই প্রযুক্তিকে হিরো হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে আমি মনে করি যে, মানুষই প্রকৃত হিরো। এই বৃহৎ ল্যাংগুয়েজ মডেল শুধু সৃজনশীলতার চর্চায় সহযোগিতা করছে।"
চ্যাটজিপিটিতে ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেটে থাকা তথ্যগুলোকে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু বার্ড একদম সাম্প্রতিক তথ্য পর্যন্ত দিতে পারে। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভূমিকম্প থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক টিকটক ব্যান, সকল তথ্যই রয়েছে বার্ডে।
গুগল রিসার্চের ভাইস প্রেসিডেন্ট যৌবিন গাহরামানি জানান, এআই চ্যাটবটটি বিব্রতকর কোনো প্রশ্নের উত্তর প্রদান করবে না। একইসাথে ক্ষতিকারক, বেআইনী ও যৌন নিপীড়নমূলক কোনো তথ্যও ব্যবহারকারীদের দেওয়া হবে না। তবে অনেক ক্ষেত্রে মডেলের অপরিপক্বতা বশত এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি স্বীকার করেছেন।
অন্যদিকে এআই চ্যাটবটের এতসব ইতিবাচকতার মাঝেও নতুন এ প্রযুক্তি ঘিরে তৈরি হয়েছে সংশয়। এ চ্যাটবট প্রযুক্তির কারণে বহু মানুষ চাকরি হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এআই চ্যাটবট হিসেবে 'বার্ড' এর আত্মপ্রকাশকে অনিবার্য বলেছেন জ্যাক।
এআই প্ল্যাটফর্মগুলো নির্দিষ্ট টপিকে খুবই সুসজ্জিতভাবে তথ্য দিয়ে থাকে। এক্ষেত্রে সুদূর ভবিষ্যতে ইন্টারনেট সার্চ ইঞ্জিনের ব্যবহার কমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ইতিমধ্যেই শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত কাজে চ্যাটবট ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেক শিক্ষাবিদ প্রযুক্তিটি ব্যবহারকে স্বাভাবিক মনে করলেও অনেকে আবার শিক্ষার্থীদের এ প্রযুক্তি ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিষ্ঠানটির নিজস্ব এআই নীতিমালা ওপর ভিত্তি করে বার্ডের কার্যক্রমকে খুবই গভীরভাবে পর্যালোচনা করা হবে। একইসাথে কোনো বিষয়ে নিজস্ব মতামত প্রদান থেকে বিরত থাকা কিংবা অন্য কারও লেখার ধরণকে নকল করার মতো কাজ থেকে বিরত থাকবে বার্ড।
সূত্র: বিবিসি