মানুষের মতো স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্য আছে বাঘেরও, কাজে লাগায় টিকে থাকতে
প্রাণী লালনপালন করা ব্যক্তিরা প্রায়শই নিজেদের পোষা প্রাণীটির মাঝে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য খেয়াল করে থাকেন। সম্প্রতি বাঘ নিয়ে গবেষণা করেও মাংসাশী প্রাণীটির কিছু স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্য শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সায়েন্স অ্যালার্ট।
গবেষণার অংশ হিসেবে মোট ২৪৮টি সাইবেরিয়ান বাঘের চারিত্রিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীসময়ে রয়েল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিপন্ন এ বাঘগুলো কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে সহজে প্রজনন করতে ও টিকে থাকতে পারছে।
গবেষণাটির সহ-লেখক রোসালিন আর্ডেন এএফপিকে বলেন, 'গবেষণার ফলাফল অনুযায়ী, বাঘ বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী।'
গবেষণাটি চীনের একটি অর্ধ-বন্দি পরিবেশে দুটি ভিন্ন নমুনার বাঘের দল নিয়ে সম্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে মানুষের ব্যক্তিত্ব পরীক্ষার মতোই অনেকটা একই পদ্ধতিতে বাঘের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন আত্মবিশ্বাস, হিংস্রতা ও বর্বরতার মতো বিষয়গুলোকে বিশ্লেষণ করা হয়।
বৈশিষ্ট্য নির্ধারণে সহায়ক এমন প্রায় ৭০টি প্রশ্নের একটি সেট তৈরি করেন গবেষকেরা। এরপর প্রশ্নের উত্তর সংগ্রহ করা হয় বাঘগুলোর চিকিৎসা এবং লালনপালনের সাথে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে। ফলাফলে দেখা যায়, দুটি ভিন্ন নমুনার বাঘের দলেই মোটাদাগে দুই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া গেছে। এর মধ্যে একটি হচ্ছে উচ্চ চালচলন ও অন্যটি একাগ্রতা।
এক্ষেত্রে যেসব বাঘের চারিত্রিক বৈশিষ্ট্যে উচ্চ চালচলনের ব্যাপারটি প্রকট, সেসব বাঘ স্বাস্থ্যবান হয়ে থাকে। একইসাথে এরা জীবন্ত প্রাণী বেশি শিকার করে এবং খাবারও বেশি খায়। বাঘের লালনপালনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাও এদেরকে অন্য বাঘের তুলনায় 'উন্নত দল' হিসেবে সংজ্ঞায়িত করেছেন।
অন্যদিকে যেসব বাঘের চারিত্রিক বৈশিষ্ট্যে একাগ্রতার ব্যাপারটি প্রকট, সেসব বাঘেরও টিকে থাকার ক্ষেত্রে রয়েছে নানা সুবিধা। এ ধরনের বাঘেরা অন্য বাঘদের তুলনায় অনেকটা শান্ত, আন্তরিক ও স্নেহময় বৈশিষ্ট্যের হয়। তাই এ ধরনের শাবকেরা দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত মায়ের সাথেই থাকে এবং সহজে বেড়ে উঠতে পারে।
গবেষণায় বাঘের লিঙ্গভিত্তিক পার্থক্যের ক্ষেত্রেও অল্প কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য পাওয়া গেছে। যেমন, নারী বাঘের পাশাপাশি পুরুষ বাঘও সন্তান পালনে অংশ নেয়।
এ সম্পর্কে গবেষক আর্ডেন বলেন, 'এটা খুবই ইতিবাচক যে, বাঘের টিকে থাকতে হলে সবসময় প্রভাবশালী, উগ্র, প্রতিযোগিতামূলক কিংবা আক্রমণাত্মক বৈশিষ্ট্যের প্রয়োজন নেই।' এছাড়া অনন্য বৈশিষ্ট্য সর্বোপরি প্রাণীটির কল্যাণ এবং সংরক্ষণে কার্যকরী ভূমিকা রাখে।
চোরাশিকার ও বাসস্থানের অভাবে সাইবেরিয়ান বাঘ বর্তমানে বিপন্ন। বর্তমানে এ জাতের মাত্র ৫০০টির মতো বাঘ বনে বাস করছে।