ভুল বাড়িতে ডোরবেল বাজাতেই কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি!
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ক্যান্সাস সিটিতে ভুল বাড়িতে ডোরবেল বাজানোয় ১৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলিবিদ্ধ করেছেন ৮৪ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি। খবর বিবিসির।
গুলিবিদ্ধ কিশোর রালফ ইয়ার্ল গত ১৩ এপ্রিল তার ছোট ভাইকে এক বন্ধুর বাড়ি থেকে আনতে গিয়েছিলেন। কিন্তু ভুলবশত তিনি অন্য ঠিকানায় চলে যান।
ওই বাড়ির দরজায় কড়া নাড়তেই বাড়ির মালিক দরজার ভেতর থেকে তাকে গুলি করে বসেন। কিশোর রালফ সেসময় মাথায় গুলিবিদ্ধ হন বলে তার পরিবার ও আইনজীবীদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গুলি করা ব্যক্তিকে প্রথমে পুলিশ আটক করলেও পরবর্তীতে পুলিশি হেফাজত থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি ওই ব্যক্তির বিস্তারিত পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গত রোববার আহত রালফকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। রালফের বাবা স্থানীয় গণমাধ্যম দ্য ক্যান্সাস সিটি স্টারকে বলেন, "রালফ সাড়া দিচ্ছে। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।"
মানবধিকার নিয়ে কাজ করা বিখ্যাত আইনজীবী বেন ক্রাম্প ও লি মেররিট রালফের হয়ে মামলাটি লড়ছেন। গুলি করা সন্দেহভাজন ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় আইনজীবীরা প্রশাসনের সমালোচনা করেছেন।
এ সম্পর্কে আইনজীবী ক্রাম্প বলেন, "আপনার দরজায় কড়া নেড়েছে বলেই কিছু না জেনে আপনি একজন মানুষকে গুলি করতে পারেন না। এটা কখনোই আত্মপক্ষ সমর্থন নয়। ওই ব্যক্তির অবশ্যই শাস্তি হওয়া উচিত।"
সন্দেহভাজন ব্যক্তিকে ছেড়ে দেওয়ার আগে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে জবানবন্দী নেওয়া হয়েছে। মিসৌরি রাজ্যের আইন অনুযায়ী, একজন ব্যক্তিকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে হয় অভিযুক্ত করতে হবে নতুবা ছেড়ে দিতে হবে।
তদন্তকারী কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি রাজ্যটির 'স্ট্যান্ড-ইউর-গ্রাউন্ড' আইনের আওতায় কাজটি করেছেন কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এই আইন অনুযায়ী, একজন ব্যক্তি নিজের জীবন বাঁচাতে পাল্টা মরণঘাতী আঘাত করতে পারেন।
সমালোচকদের মতে, এমন আইনকে কাজে লাগিয়ে কৃষ্ণাঙ্গদের সাথে প্রতিনিয়ত নির্যাতন বা অপরাধ করা হচ্ছে।
এ সম্পর্কে ক্যান্সাস সিটি পুলিশের প্রধান স্ট্যাসি গ্রেভস বলেন, "মামলাটিতে বর্ণবাদী আচরণের দিকটি আমাদের বিবেচনায় রয়েছে। এই সম্প্রদায়ের মানুষের উদ্বেগ ও প্রতিক্রিয়ায় ব্যাপারটি আমরা বুঝতে পারছি।"
ঘটনার পর রোববার শত শত মানুষ বাড়িটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় বিক্ষোভকারীরা 'ব্লাক লাইভস ম্যাটার' ও 'জাস্টিস ফর রালফ' স্লোগান দিতে থাকেন।
রালফের আত্মীয় ফেইথ স্পুনমোর স্থানীয় গণমাধ্যম ক্যান্সাস সিটি ডিফেন্ডারে বলেন, "এটা কখনোই ভুল নয়। এটা নিশ্চিতভাবে ঘৃণা থেকে সংঘটিত অপরাধ। কারো বাসার ডোরবেল বাজালেই কেউ গুলি করে বসে না। কিন্তু পুলিশ বলেছে এটা 'অনিচ্ছাকৃত ভুল'!'"
স্পুনমোর তার ভাগ্নে রালফের চিকিৎসার অর্থ যোগাড়ের জন্য 'গো ফান্ড মি' নামের একটি পেইজ খুলেছেন। সোমবার বিকেল পর্যন্ত পেইজটিতে ১.৫ মিলিয়ন ডলারের অর্থ উঠেছে।
গো ফান্ড মি পেইজে বলা হয়, রালফ ১১৫ টেরেসের পরিবর্তে ১১৫ স্ট্রিট ঠিকানায় চলে গিয়েছিল। সেখানে গুলি করা হলে রালফ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে সাহায্যের জন্য প্রতিবেশির বাড়িতে দৌড়ে যায়।
পেইজের তথ্য অনুযায়ী, রালফ মিসৌরি রাজ্যের জনপ্রিয় 'ব্যাস ক্লারিনেট' বাদ্যযন্ত্র শিল্পী। এ ঘটনায় হ্যালি বেরি, কেরি ওয়াশিংটন ও জেনিফার হাডসনের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় এ ঘটনায় ন্যায়বিচায়ের দাবি করেছেন।