চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শুক্রবার ঈদ
আজ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে। খবর সৌদি গেজেটের।
তুমাইর মানমন্দিরে দেখা কমিটির তথ্যানুসারে, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ এই বছর রমজান ২৯ দিনের হবে।
অন্যদিকে ওমান, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও জাপানে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলো শনিবার ঈদ উদযাপন করবে।
যদিও বাংলাদেশ ঈদ উদযাপনের তারিখ নির্ধারণে সবসময় সৌদি আরবের ওপর নির্ভর করে না।
তবে চট্টগ্রাম, মৌলভীবাজার, চাঁদপুর ও জামালপুরের বেশ কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকে।
আগামীকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।