দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া জাপানি জাহাজের খোঁজ মিললো ৮১ বছর পর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজারের ওপরে যাত্রী নিয়ে হারিয়ে যাওয়া জাপানি জাহাজ মন্টেভিডিও মারুর খোঁজ মিললো অবশেষে। ১৯৪২ সালের জুলাইয়ে ফিলিপাইনের কাছে ডুবে গিয়েছিল জাহাজটি। খবর বিবিসির।
প্রায় ৮১ বছর কোনো খোঁজখবর মেলেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যাওয়া ওই জাহাজের। প্রিয়জনরা বসে ছিলেন তাদের স্বজনদের ফেরার অপেক্ষায়। সেই অপেক্ষা শেষ হওয়ার আগেই হয়তো পৃথিবী ছেড়েছেন অনেকে। জেনে যেতে পারেননি আদো সেই জাহাজের খোঁজ মিলবে কি-না।
তবে দেরিতে হলেও ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল জাহাজটির। ১,০০০ জনেরও বেশি অস্ট্রেলিয়ান যাত্রী নিয়ে হারিয়ে গিয়েছিল জাপানের বিশেষ জাহাজ মন্টেভিডিও মারু। সেই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন জাহাজটির অনুসন্ধানের দায়িত্বে থাকা দল। শনিবার (২২ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
১৯৪২ সালের ১ জুলাই তারিখে জাপান থেকে যাত্রা করেছিল মন্টেভিডিও মারু। যাত্রী ছিলেন মোট ১,০৮৯ জনের মতো। এরমধ্যে বেশিরভাগই ছিলেন যুদ্ধবন্দী। পাপুয়া নিউগিনি থেকে বন্দীদের নিয়ে যাওয়া হচ্ছিল জাহাজে করে। তবে যুদ্ধবন্দী ছাড়াও ওই জাহাজে উপস্থিত ছিলেন আরও অন্তত ১৪ দেশের নাগরিক। ছিলেন বিভিন্ন দেশের বেশ কয়েকজন সাধারণ যাত্রীরাও।
ঘটনাচক্রে সেখান দিয়ে পথ অতিক্রম করছিল একটি আমেরিকান সাবমেরিন। সেই সাবমেরিনই ভুলবশত আক্রমণ করে বসে ওই জাহজকে। এর ফলে ডুবে যায় জাপানের জাহাজটি। ৩৩ জন নরওয়েজিয়ান নাবিক এবং ২০ জন জাপানি প্রহরী ও ক্রুসহ আনুমানিক ৯৭৯ অস্ট্রেলিয়ান মারা গিয়েছিলেন ওই ঘটনায়।
প্রায় ৬ মিনিটের মতো পানির ওপরে ভেসে থাকার পর ১১ মিনিটের মাথায় জাহাজটি তলিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও খোঁজ মেলেনি সেই জাহাজের। এর মধ্যেই কেটে গেছে প্রায় ৮১ বছর।
জাহাজটি অনুসন্ধানের দায়িত্বে নিয়জিত সাইলেন্টওয়ার্ল্ডের ডিরেক্টর জন মুলেন সংবাদমাধ্যমকে জানান, মন্টেভিডিও মারুর আবিষ্কারের ফলে একটি দীর্ঘ অধ্যায়ের অবসান হল। যেসব পরিবার আজও তাদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় বসেছিলেন, তারা এবার শান্তি পাবেন।
গত ৬ এপ্রিল অনুসন্ধান শুরুর ১২ দিনের মাথায় খোঁজ মেলে ওই জাহাজের। দেখা যায়, সমুদ্রের ৪ কিমি নিচে ডুবে রয়েছে সেই জাহাজ। যা আদতে টাইটানিকের থেকেও বেশি গভীরে।