উড়ন্ত গাড়ির সফল বায়ু-টানেল পরীক্ষা শেষ করল ব্রাজিলের ইভ হোল্ডিং
'উড়ন্ত গাড়ি' নির্মাণে আরো এক ধাপ এগিয়ে গেল ব্রাজিলের বৈদ্যুতিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ইভ হোল্ডিং ইনক.। নির্মাণাধীন 'ফিউচারিস্টিক' বাহনটির বায়ু-টানেল পরীক্ষায় সফল হয়েছে বলে সোমবার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, খবর রয়টার্সের।
ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার-এর অধীনস্ত কোম্পানি ইভ হোল্ডিং জানিয়েছে, ২০২৬ সাল নাগাদ পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়িটি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার প্রত্যাশা তাদের।
ইলেক্ট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং ভেইক্যাল (ইভিটল) নামে পরিচিত এই বাহনকে 'উড়ন্ত ট্যাক্সি' বলে আখ্যা দেওয়া হয়েছে।
নির্মাতারা মনে করছেন, নিয়ন্ত্রকদের কাছ থেকে সনদপত্র পাওয়া এবং ভবিষ্যতে উড়ন্ত গাড়ির উৎপাদন ও বিশ্বব্যাপী বিক্রয়ের জন্য বায়ু-টানেল পরীক্ষায় সফলতা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
ইভ হোল্ডিং-এর শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা লুইস ভ্যালেন্তিনি বলেন, "প্রোডাকশন টুলিং ও প্রোটোটাইপ তৈরিতে যাওয়ার আগেই, পণ্যটি বিকাশের এই পর্যায়ে আমরা যেসব তথ্য পেয়েছি তা আমাদের ইভিটল-এর প্রযুক্তিগত সমাধানগুলোকে আরও পরিমার্জিত করতে সাহায্য করেছে।"
এবছরের প্রথমার্ধেই প্রধান সরঞ্জাম সরবরাহকারী বাছাই প্রক্রিয়া শেষ করা এবং বছরের দ্বিতীয়ার্ধে তাদের প্রথম প্রোটোটাইপ নির্মাণের কাজ পুরোদমে শুরু করার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে উৎপাদন শুরুর আগেই ইভের কাছে ২৮০০ অর্ডার জমা পড়েছে। পণ্যটি বিকাশের ক্ষেত্রে ইউনাইটেড এয়ারলাইনস এবং রোলস-রয়েসের মতো বড় বড় বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির পাশে রয়েছে।
জানা গেছে, একটি ইভিটল স্কেল মডেল ব্যবহার করে সুইজারল্যান্ডে এই বায়ু-টানেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের উড়ন্ত গাড়ির কাঠামো এবং উইংস (ডানা)-এর মতো অংশগুলো ফ্লাইটে কীভাবে কাজ করবে তা গভীরভাবে পর্যবেক্ষণে সাহায্য করেছে এই পরীক্ষাটি।
গত বছর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অভিষেক হওয়া ইভ হোল্ডিং ইনক. আভাস দিয়েছিল যে, সনদপত্র পাওয়া তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি।
যদিও উড়ন্ত গাড়ি উদ্ভাবনের ক্ষেত্রে ইভ হোল্ডিংই প্রথম নয়, কিন্তু বিশ্লেষকরা মনে করেন, প্রতিষ্ঠানটি তাদের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পথেই রয়েছে।
জেফ্রিস-এর বিশ্লেষকরা বলছেন, "ইভ ইভিটলই প্রথম বাজারে আসার সম্ভাবনা কম। কিন্তু তাদের অর্ডার পাইপলাইনের ফলে উদীয়মান ইভিটল বাজারে সবচেয়ে বেশি মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি হচ্ছে তাদের।"