ইউরোপের ডেটা আমেরিকায় স্থানান্তর, রেকর্ড ১৩০ কোটি ডলার জরিমানা মেটাকে
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রেকর্ড পরিমাণ জরিমানার মুখে পড়েছে মেটা। ১.৩ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে ফেসবুকের মালিক এ প্ল্যাটফর্মটিকে।
ইইউ'র ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা আমেরিকায় সার্ভারে স্থানান্তরের দায়ে এ জরিমানার শিকার হয়েছে মেটা।
সোমবার (২২ মে) এক বিবৃতিতে জরিমানার কথা জানিয়েছে ইউরোপিয়ান ডেটা প্রটেকশন বোর্ড। ইউরোপে মেটা'র কার্যক্রম দেখাশোনা করে আইরিশ ডেটা প্রটেকশন কমিশন। সংস্থাটি ফেসবুক নিয়ে তদন্তের পর এ জরিমানার ঘোষণা এলো।
ইউরোপের আলোচিত ডেটা গোপনীয়তা নীতি জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন, বা জিডিপিআর। এ নীতির আওতায় এ প্রথমবারের মতো এত বড় জরিমানা করা হলো।
এর আগে ২০২১ সালে অ্যামাজনকে সর্বোচ্চ ৮০৫.৭ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল জিডিপিআর আইনের আওতায়।
এদিকে জরিমানার পাশাপাশি মেটাকে ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে পাঠানোর প্রক্রিয়া ছয় মাসের মধ্যে বন্ধের আদেশও দেওয়া হয়েছে।
ইউরোপিয়ান ডেটা প্রটেকশন বোর্ড-এর চেয়ার আন্দ্রিয়া জেলিনেক বলেন, 'ইউরোপে ফেসবুকের কয়েক মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। তাই স্থানান্তর করা ব্যক্তিগত ডেটার পরিমাণও বিশাল।
'নজিরবিহীন এ জরিমানা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি একটি বার্তা যে নিয়মের মারাত্মক লঙ্ঘনের প্রভাব হবে সুদূরপ্রসারী।'
মেটা জানিয়েছে, এটি ইইউ'র সিদ্ধান্ত ও জরিমানার বিরুদ্ধে আপিল করবে। তবে এ ঘটনায় ইউরোপে ফেসবুক ব্যবহারে আপাতত কাউকে কোনো অসুবিধায় পড়তে হবে না বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।