নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ
নিকারাগুয়ার বর্তমান প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর অধীনে মানবাধিকার হরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির ১০০ কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'ওর্তেগা-মুরিলোর অধীনে নাগরিক স্বাধিনতায় ক্রমাগত হস্তক্ষেপের ক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধিতে' নিকারাগুয়ার ১০০ পৌর কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই কর্মকর্তারা সুশীল সমাজের সংগঠনগুলো দমনে এবং সরকারের সমালোচকদের 'অন্যায়ভাবে' আটকের প্রচেষ্টায় অংশ নিয়েছেন। সরকারের সমালোচনায় সবচেয়ে বেশি সোচ্চার থাকা বিশপ রোনাল্ডো আলভারেজকে আটকের কথাও উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন কর্মকর্তাদের মতে, একাধিক ক্যাথলিক রেডিও স্টেশন বন্ধ করা এবং সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা করায় গ্রেপ্তার হওয়া একাধিক পুরোহিতদের মধ্যে অন্যতম ছিলেন আলভারেজ।
ফেব্রুয়ারী মাসে আলভারেজকে -যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত হতে অস্বীকার করেছিলেন- সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো, কার্যাবলীতে বাধা দেওয়ার এবং অবাধ্যতার জন্য ২৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তার নিকারাগুয়ান নাগরিকত্বও কেড়ে নেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক্সে (টুইটার) পোস্ট করে লিখেন, আমরা সরকারকে নিঃশর্তভাবে এবং অবিলম্বে বিশপ আলভারেজ এবং অন্যায়ভাবে আটক সকলকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
নিকারাগুয়ার সরকার জেসুইট-চালিত একটি বিশ্ববিদ্যালয় বাজেয়াপ্ত করার কয়েকদিন পরেই এই নিষেধাজ্ঞাগুলি এসেছে। সরকার দাবি করে এটি 'সন্ত্রাসী কেন্দ্র'।
২০২১ সালে ওর্তেগা চতুর্থবারের মতো বিজয়ী হওয়ার আগে বিরোধী কয়েক ডজন নেতাকে কারাগারে নেওয়া হয়। এগুলোকে প্রহসন বলছেন বিরোধীরা। আটককৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন শুনানি চলছে, অনেককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে জানুয়ারিতে ওর্তেগার শপথ গ্রহণের আগে ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রীসহ সেনাবাহিনী ও টেলিকম খাতের কয়েকজন নেতার যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হয়।
২০২১ সালে নিকারাগুয়ার ১০০ রাজনৈতিক নেতা ও বিচার বিভাগীয় ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞায় দেয় বাইডেন প্রশাসন।