চীন আগামী দশকে প্রযুক্তি বিশ্বে শাসন করবে: ওয়েব সামিটের সিইও কসগ্রেভ
চীন আগামী দশকে প্রযুক্তি বিশ্বে শাসন করবে- এমনটাই মনে করেন বাৎসরিক প্রযুক্তি কনফারেন্স ওয়েব সামিটের চিফ এক্সিকিউটিভ প্যাডি কসগ্রেভ।
সম্প্রতি আল-জাজিরার ডিজিটাল শো 'অন দ্য রেকর্ড' এ দেওয়া একটি সাক্ষাৎকারে প্রযুক্তি সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেন কসগ্রেভ। সাক্ষাৎকারে তিনি জানান, পশ্চিমা বিশ্ব গত অর্ধ শতাব্দী ধরে প্রযুক্তি বিশ্বে ও উদ্ভাবনে নেতৃত্বে ছিল। কিন্তু বর্তমানে তারা প্রযুক্তি বিশ্বে নিজেদের ঐ নেতৃত্ব হারিয়েছে বলে মনে করেন তিনি।
প্যাডি কসগ্রেভ বলেন, "গত ৫০ বছর ধরে প্রযুক্তি খাতের অগ্রগতি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হয়েছিল। কিন্তু গত এক দশকে, বিশ্বের অন্যান্য প্রান্তেও প্রযুক্তিগত সক্ষমতা দ্রুত বিকশিত হয়েছে।"
প্যাডি কসগ্রেভ আরও বলেন, "আগামী দশকে চীন প্রযুক্তি বিশ্বে শাসন করবে। কেননা দেশটি খুবই ইতিবাচকভাবে সরকারী ও বেসরকারী খাতের মধ্যে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের উপর নিবিড়ভাবে মনোনিবেশ করেছে।"
এক্ষেত্রে কসগ্রেভ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির সমালোচনা করেছেন। তিনি মনে করেন, বর্তমানে বিশ্বের অন্য প্রান্তের প্রযুক্তি কোম্পানিগুলির সাথে ইউরোপ-আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা করা বেশ কঠিন হয়ে পড়ছে।
ওয়েব সামিটের সহ-প্রতিষ্ঠাতা কসগ্রেভের মতে, সামনে মধ্যপ্রাচ্যই প্রযুক্তি খাতের 'অধিকাংশ প্রবৃদ্ধি' নিয়ে আসবে। এছাড়াও অঞ্চলটির নানা দেশের উদীয়মান কোম্পানিগুলো সামিটে নিজেদের দক্ষতা তুলে ধরবে।
কসগ্রেভ বলেন, "ওয়েব সামিট যখন প্রথমে শুরু হয়, তখন এতে ইউরোপীয় এবং উত্তর আমেরিকানদের প্রাধান্য ছিল। কিন্ত গত পাঁচ বছরে অবস্থা বদলেছে; আরব বিশ্বের অংশগ্রহণের উত্থানের ফলে একটা পরিবর্তন দেখা যাচ্ছে।"
কাতারে আগামী বছরের ২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েব সামিটটি আয়োজনের কথা রয়েছে।
কসগ্রেভ বলেন, "সামিটটি বিশ্বের বাকি দেশগুলোকে কাতারে এবং আরব বিশ্বের কাছে আনতে সাহায্য করবে। এখানে সামিট আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছাবে যে, প্রযুক্তি খাতে এই অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ একটি বাজার।"