ফক্স ও নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান পদ ছাড়ার ঘোষণা দিলেন রুপার্ট মারডক
মিডিয়া মোগলখ্যাত রুপার্ট মারডক গণমাধ্যম প্রতিষ্ঠান ফক্স কর্পোরেশন ও নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দিয়ে বিশ্বের সবচেয়ে পরিচিত এই গণমাধ্যম ব্যবসায়ীর সাত দশকের কর্তৃত্বের অবসান হতে চলেছে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কর্মীদের উদ্দেশ্যে লিখিত বার্তায় তিনি এ ঘোষণা দেন। মারডকের মালিকানাধীন ওয়াল স্ট্রিট জার্নাল তা প্রকাশ করেছে।
মারডক এতে বলেছেন, 'পেশাগত জীবনজুড়ে আমি প্রতিদিন নানান খবর ও চিন্তাভাবনার সাথে জড়িত ছিলাম, আর তার কোনো পরিবর্তন হবে না। কিন্তু, অন্য ভূমিকা নেওয়ার এটাই উপযুক্ত সময়।'
মারডকের জায়গায় দায়িত্ব নেবেন তার বড় ছেলে ল্যাকলান মারডক। রুপার্ট তার ছেলেকে একজন 'উৎসাহী ও নৈতিকতাসম্পন্ন নেতা' হিসেবে অভিহিত করেছেন।
পদত্যাগের পরে ৯২ বছরের মারডক প্রতিষ্ঠান দুটির এমিরেটস চেয়ারম্যান হিসেবে থাকবেন বলে তার কোম্পানির এক প্রেস রিলিজে জানানো হয়েছে।
ল্যাকলান এক বিবৃতিতে বলেছেন, 'ফক্স ও নিউজ কর্পের পরিচালকবৃন্দ, নেতৃত্বদানকারী দল, সকল অংশীজন – সবাই তার কঠোর পরিশ্রম থেকে উপকৃত হয়েছেন। তাদের সকলের পক্ষ থেকে বাবাকে তার ৭০ বছরের অবিস্মরণীয় কর্মজীবনের জন্য অভিনন্দন জানাচ্ছি।'
'আমরা তার দূরদর্শীতা, উদ্যোগ শক্তি ও দৃঢ় সংকল্পের জন্য ধন্যবাদ জানাই। নিজ প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর জন্য তিনি যে ঐতিহ্য রেখে গেলেন, আর এভাবে যে অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করেছেন তার জন্যেও ধন্যবাদ বাবাকে'- যোগ করেন তিনি।