গাজায় সাদা ফসফরাস ব্যবহারের ঘটনা তদন্ত করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
'ইসরায়েলি সেনাবাহিনী গাজায় সাদা ফসফরাস-যুক্ত কামানের গোলা নিক্ষেপ করছে' বলে নিশ্চিত করেছে মানবাধিকার গোষ্ঠী- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস এভিডেন্স ল্যাব।
অ্যামনেস্টি জানায়, 'গাজা শহরের সমুদ্র সৈকতে এবং একটি হোটেলের কাছে সাদা ফসফরাস ব্যবহার করার যেসব ঘটনা জানা গেছে, সেগুলোর তদন্ত করা হচ্ছে।'
এর আগেও মানবাধিকার পর্যবেক্ষক এ সংস্থাটি জানিয়েছিল, গাজা ও লেবাননে সামরিক অভিযান চালাতে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল। এতে বেসামরিক নাগরিকরা মারাত্নক হুমকির মধ্যে পড়েছে।
সাদা ফসফরাস অত্যন্ত দাহ্য উপাদান। এর সংস্পর্শে এসে মানুষ ও অন্যান্য প্রাণীর দেহ মারাত্নকভাবে ঝলসে যায়। অন্যান্য বস্তুতেও আগুন ছড়াতে এটি অত্যন্ত সক্ষম।