হাসপাতালে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৫০০, ইসরায়েল সফরের আগে বাইডেনের ওপর চাপ বাড়ল
গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৫০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
মঙ্গলবার গাজা সিটিতে অবস্থিত আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে এ হামলা চালায় ইসরায়েল।
সেখানকার পরিস্থিতি বর্ণনাতীত। রক্তাক্ত লাশ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অঙ্গপ্রত্যঙ্গহীন আহতদের চিৎকারে ভারী পরিবেশ। এরমধ্যেই বেঁচে যাওয়া স্বাস্থ্য কর্মী ও সাধারণ মানুষ স্ট্রেচার নিয়ে ছুটে আসছেন উদ্ধার তৎপরতায় যোগ দিতে।
ধবংসস্তূপে ছেয়ে গেছে হাসপাতালের বাইরের সড়ক, সেখানে সারি সারি মৃতদেহ ও ধবংসপ্রাপ্ত যানবাহনও পড়ে রয়েছে।
তবে এ হামলার কারণ সম্পর্কে তারা কিছু জানেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র। তিনি জানান, ঘটনার বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার বিবরণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বিবিসি।
তবে এ ঘটনায়, ইসরায়েল সফরের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের ওপর চাপ বাড়লো। ইসরায়েলের স্বপক্ষে তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছেন– এবং ইসরায়েলি যুদ্ধাপরাধের কোনো নিন্দাও করছেন না, সেকারণেই এই চাপ আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টা একারণে হোঁচট খেতে পারে। মানবিক এসব বিপর্যয় বাইডেনের উদ্যোগকে আরও কঠিন করে তুলবে বলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।