গাজা হাসপাতালে বিস্ফোরণ: নতুন তদন্তে ইসরায়েলি দাবি নিয়ে আরও সন্দেহ
আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণের ছবি ও অডিও প্রমাণের ওপর চ্যানেল ৪-এর নতুন তদন্তে ঘটনার পর ইসরায়েলের দেওয়া বিবৃতি নিয়ে আরও বেশি সন্দেহের উদ্রেক করেছে।
বিশেষায়িত কয়েকটি এনজিও'র একটি সংগঠনের করা অডিও বিশ্লেষণ থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, একটি ভিডিওতে বিস্ফোরণের আগে শোনা শব্দ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করা গাজা থেকে ফিলিস্তিনি গোষ্ঠীর নিক্ষেপ করা রকেটের গতিপথের সঙ্গে মেলে না।
কথিত হামাস নেতাদের কথোপকথনের একটি রেকর্ডও প্রকাশ করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে তাদেরকে ভুলক্রমে হাসপাতালে আঘাত হানা তথাকথিত রকেট নিয়ে কথা বলতে শোনা যায়।
ইয়ারশট নামক অডিও বিশ্লেষণকারী দলটি বলেছে, ফরেনসিক পদ্ধতিতে শব্দ বিশ্লেষ করে দেখা গেছে, অডিওটি দুটি আলাদা চ্যানেলে রেকর্ড করা হয়েছিল। তারপর সেগুলোকে সম্পাদনা করে জুড়ে দেওয়া হয়। ফলে প্রমাণ হিসেবে ওই অডিওর আর বিশ্বাসযোগ্যতা থাকল না।
মঙ্গলবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হাসপাতালটিতে বিস্ফোরণ ঘটে। আল জাজিরা'র সরাসরি সম্প্রচারের ভিডিওতে দেখা গেছে, আকাশে একটি উজ্জ্বল আলো ওপরে উঠছে এবং তীব্রভাবে গতিপথ পরিবর্তন করে দুইবার আলোকচ্ছটার পর বিস্ফোরিত হয়েছে।
এরপর দূরে মাটিতে একটি বিস্ফোরণ ধরা পড়ে। তারপরই ক্যামেরার আরও কাছে দ্বিতীয় আরেকটি বড় বিস্ফোরণ দেখা যায়।
বিস্ফোরণের পর হাসপাতাল কম্পাউন্ডের অভ্যন্তরের ভিডিও ও ছবি থেকে দেখা যায়, গাড়ি পার্কিং এলাকায় প্রায় দুই ডজনের মতো গাড়ি বিধ্বস্ত হয়েছে। চারপাশে ক্ষতিগ্রস্ত ভবন, সেগুলোর জানালা উড়ে গেছে, দেওয়ালে ও মাটিতে রক্তের ছোপ।
আল জাজিরা'র সানাড ভেরিফিকেশন টিমের তদন্তে দেখা গেছে, বিভিন্ন ভিডিও উৎসে রেকর্ড হওয়া আলোকচ্ছটাটি আদতে একটি রকেট মিসফায়ার — ইসরায়েলের এমন দাবির সঙ্গে বিদ্যমান প্রমাণের অসঙ্গতি রয়েছে।
সব ভিডিওর বিস্তারিত বিশ্লেষণের পর সানাড সিদ্ধান্তে পৌঁছেছে, যে আলোকচ্ছটাকে ইসরায়েল রকেট মিসফায়ার হিসেবে অভিহিত করেছে, তার সঙ্গে দেশটির আয়রন ডোমের গাজা থেকে নিক্ষেপ করা একটি মিসাইল প্রতিহত করা ও মাঝ-আকাশে ধ্বংস করার বেশি মিল রয়েছে।