১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ফিলিস্তিনির মৃত্যু
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং জাতিসংঘের তথ্য অনুসারে, ১৫ বছরের মধ্যে গত কয়েক সপ্তাহে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে; সংঘর্ষে এক ইসরায়েলি সেনাও নিহত হয়।
পশ্চিম তীরে বেশিরভাগ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে, বাকিরা ইসরায়েলি সেটেলারদের আক্রমণে প্রাণ দিয়েছে।
গত ১১ অক্টোবর মুখোশধারী ইসরায়েলি সেটেলারদের গুলিতে কুসরা গ্রামে তিনজন নিহত হয় বলে জানান ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
পরদিন নিহতদের শবমিছিলে, সেটেলাররা ফের আক্রমণ করে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করে; নিহতরা সম্পর্কে পিতা-পুত্র।
শনিবার রাতে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের একটি মসজিদে বিমান হামলা চালায় ইসরায়েল, এতে দুইজন নিহত হয়। হামলার কথা স্বীকার করে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা মসজিদের নিচে একটি 'টেরর কম্পাউন্ড' লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যা ইসরায়েলের ওপর হামলা চালানোর পরিকল্পনায় ব্যবহৃত হতো।
এরও আগে বৃহস্পতিবার নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে পাঁচ শিশু সহ ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়; অভিযানে একজন ইসরায়েলি সেনা মারা যান।
জাতিসংঘের মতে, এই সৈনিকই প্রথম ইসরায়েলি যে ৭ অক্টোবর সংঘাত শুরুর পর পশ্চিম তীরে নিহত হলো।
এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভলকার তুর্কের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, "অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনমন এবং প্রাণঘাতী শক্তির বেআইনি ব্যবহার বৃদ্ধিতে আমরা অত্যন্ত শঙ্কিত।"