‘অগ্নিকুণ্ডে’ পরিণত গাজা, তুরস্কের রাজপথে বিক্ষোভ
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা সাংবাদিকদের ইসরায়েলি হামলায় হতাহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়েছেন।
তিনি বলেন, ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে 'অগ্নিকুণ্ডে' পরিণত হয়েছে গাজা উপত্যকা। এমনকি বেসামরিক নাগরিকদের আশ্রয় নেওয়া জন্য নির্ধারিত স্থানগুলোতে হামলা চালিয়ে আরও ৩৭৭ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।
মুখপাত্র আরও বলেন, ইসরায়েলের কর্মকাণ্ডে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে গাজার জনস্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স চলাচল ।
এসময় আন্তর্জাতিক সাহায্যের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে গাজার মেডিকেল ছাত্র ও অবসরে যাওয়া নার্সদের এগিয়ে আসার আহ্বান জানান।
তুরক্সের রাজপথে ইসরায়েল-বিরোধী বিক্ষোভ বাড়ছে
গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হামাসকে তিনি মুজাহেদিন বা মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করেছেন।
দেশটির জনগণের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ- অসন্তোষ বাড়ার ঘটনা এর পেছনে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।
দেশটির রাজপথে বাড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। বিভিন্ন সভা-সমাবেশে বিপুল সংখ্যায় যোগ দিয়ে তুর্কিরা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভকারীদের অনেকেই বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকারের ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার এটাই সর্বোচ্চ সময়। কারণ ইসরায়েল শুধু শক্তিকেই সমীহ করে।