গাজায় সেনাসংখ্যা বাড়াচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, জানালেন মুখপাত্র
গাজায় প্রবেশ করা ইসরায়েলি সেনাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। গতরাত থেকেই তা শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী- আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।
রোববার এক প্রেস ব্রিফিংয়ে হাগারি বলেন, 'গতরাতে গাজায় প্রবেশ করা সেনাসংখ্যা আমরা বাড়িয়েছে। ইতোমধ্যেই সেখানে আমাদের যেসব সেনা যুদ্ধ করছে, বাড়তি সেনারা তাদের সাথে যোগ দিবে।'
তিনি বলেন, 'ধাপে ধাপে আমরা গাজায় আক্রমণ এবং এসব স্থল অভিযানের সংখ্যা বাড়াচ্ছি। (গাজায়) স্থল অভিযান পরিচালনা খুবই জটিল, আমাদের বাহিনীর জন্য সেখানে অনেক ধরনের বিপদ আছে। তাই নিজ সেনাদের রক্ষায় এবং তাদের এ যুদ্ধের লক্ষ্যগুলো অর্জনে সহায়তা দিতে- আমরা জল, স্থল ও আকাশপথ থেকে সব রকমের হামলা চালাব।'
গত রাতভর ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্তেও হিজবুল্লাহ'র বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে জানিয়ে হাগারি বলেন, 'আমাদের জন্য হুমকি এমন সবাইকে আমরা হত্যা বা নিস্ক্রিয় করব।'
প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর থেকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্তে হামলা করছে। উভয়পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে যোগ দিলে তা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতকে ছড়িয়ে দেবে এমন আশঙ্কা রয়েছে।