‘মাই লর্ড’ বলবেন না, বন্ধ করলে আমার অর্ধেক বেতন দিয়ে দেব: আইনজীবীকে বিচারপতি
আদালতে মামলার শুনানি করতে গিয়ে আইনজীবীদের কাছ থেকে বারবার 'মাই লর্ড', 'ইয়োর লর্ডশিপ' সম্বোধন শোনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিমহা।
এ সম্বোধনে তিনি এতটাই অসন্তুষ্ট হন যে 'মাই লর্ড' বলা বন্ধ করলে এক আইনজীবীকে অর্ধেক বেতন দিয়ে দেওয়ার কথাও বলেন। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি এক শুনানির সময় বিচারপতি নরসিমহা একজন আইনজীবীকে বলেন, 'কতবার "মাই লর্ড" বলবেন? এই কথাটা বলা বন্ধ করলে আপনাকে আমার বেতনের অর্ধেক দিয়ে দেব আপনাকে।'
এই বিচারক আইনজীবীকে বলেন, 'আমাকে "মাই লর্ড" না বলে "স্যার" বললেই তো হয়।'
ভারতের বেশ কয়েকজন বিচারক প্রকাশ্যে এ ধরনের ঔপনিবেশিক সম্বোধন ব্যবহারে নিরুৎসাহিত করলেও আইনজীবীরা এখনও অভ্যাসের বশে এসব শব্দ ব্যবহার করেন।
২০০৬ সালে ভারতের বার কাউন্সিল ঔপনিবেশিক অতীতের স্মৃতি বহনকারী এরকম শব্দগুলো ব্যবহার নিষেধের জন্য একটি প্রস্তাব পাশ করেছিল।
২০০৮ সালে তৎকালীন দিল্লি হাইকোর্টের দুই বিচারক এস রবীন্দ্র ভাট ও এস মুরালিধর আইনজীবীদের আহ্বান জানিয়েছিলেন, তারা যেন বিচারকদের 'মাই লর্ড', 'ইয়োর লর্ডশিপ' ধরনের সম্বোধন না করেন।
মাদ্রাজ হাইকোর্টের বিচারক কে. চান্দ্রু ২০০৯ সালে আইনজীবীদের 'মাই লর্ড' ডাকা থেকে বিরক্ত থাকতে বলেছিলেন। উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হওয়ার পর এস মুরালিধরও আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিলেন তারা যেন তাকে 'মাই লর্ড' কিংবা 'ইয়োর লর্ডশিপ' না দাকেন।