গাজায় নির্বিচার বোমা হামলায় বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন
গাজায় 'নির্বিচার' বোমা হামলার জন্য ইসরায়েল সমর্থন হারাচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল মঙ্গলবার বলেছেন, গাজার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান পরিবর্তন হওয়া উচিত।
২০২৪ সালের অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ওয়াশিংটনে দাতাদের সামনে বাইডেন এ মন্তব্য করেন। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া সমালোচনা।
যদিও গাজায় হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাই বাইডেনের এই মন্তব্য ইসরায়েলের সাথে তার আক্ষরিক ও রাজনৈতিক আলিঙ্গনের সম্পূর্ণ বিপরীত হিসেবেই মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে বাইডেন বলেন, 'ইসরায়েলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে। কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের আরো অনেকেই রয়েছে। ইসরায়েলের পক্ষে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেকেরই সমর্থন রয়েছে। কিন্তু গাজায় নির্বিচার বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।'
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় এ পর্যন্ত ১৮ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ। গাজার কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের হামলা একটি মানবিক সংকট তৈরি করেছে।
গাজায় ইসরায়েলি হামলা বন্ধে উদ্যোগী হওয়ার জন্য বাইডেন ও তার দলের মধ্যেও চাপ রয়েছে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও ইদানীং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করছেন।
বাইডেন তার বক্তব্যে নেতানিয়াহুর সাথে একটি ব্যক্তিগত কথোপকথনের দিকে ইঙ্গিত করেন, যেখানে ইসরায়েলি নেতা বলেছিলেন, 'আপনি জার্মানিতে বোমা ফেলেছেন, আপনি পরমাণু বোমা ফেলেছেন, অনেক বেসামরিক লোক মারা গেছে।'
এর প্রতিক্রিয়ায় বাইডেন বলেছিলেন, 'হ্যাঁ, এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসব সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। আমরা ৯/১১ এ যে ভুলগুলো করেছিলাম, সেই একই ভুলগুলো করবেন না।'
নেতানিয়াহু মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েল গাজায় স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে 'পূর্ণ সমর্থন' পেয়েছে।
তিনি আরো বলেন, যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপ ঠেকাতে ওয়াশিংটন ভূমিকা রাখছে।