গাজায় মানবিক বিপর্যয়: নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে ‘জরুরি মানবিক বিরতি’র আহ্বান
আজ বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাতে গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে চলছে মানবিক বিপর্যয়, এ অবস্থায় সেখানে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য লড়াইয়ে মানবিক বিরতি কার্যকরের কথা বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দেওয়া প্রস্তাবের খসড়ায়। খবর বিবিসি।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ প্রস্তাবের ভাষ্য কী হবে তা নিয়ে ব্যাপক কূটনৈতিক দর কষাকষি চলেছে গত কয়েকদিন ধরে। একারণে গত সোমবার থেকেই প্রস্তাবটির ওপর ভোটাভুটি ক্রমাগত পেছাতে থাকে।
এই অবস্থায়, চূড়ান্ত প্রস্তাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ইসরায়েলের একান্ত সমর্থক ও মিত্র যুক্তরাষ্ট্রের ভেটো প্রদান এড়াতেই চলে এ দর কষাকষি। কারণ, গত ৭ সেপ্টেম্বরের পর থেকে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির লক্ষ্যে আনা কয়েকটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে।
সাম্প্রতিক প্রস্তাবে যেসব আহ্বান রয়েছে:
- বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে গাজায় সংঘাতে লিপ্ত পক্ষগুলো আন্তর্জাতিক আইন মেনে চলার তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করবে;
- পূর্ণাঙ্গরূপে দ্রুত, নিরাপদ ও বাধামুক্তভাবে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যথেষ্ট সংখ্যক দিন নির্ধারণ করে গাজা উপত্যকাজুড়ে দীর্ঘায়িত মানবিক বিরতি ও করিডর কার্যকর করতে হবে;
- সকল জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দিতে হবে, এবং একইসাথে তাৎক্ষনিক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে;
- দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে রাখার কথা বলা হয়েছে;
- একইসঙ্গে সংঘাতের সকল পক্ষের প্রতি 'গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বেঁচে থাকার জন্য অপরিহার্য মৌলিক সুযোগ-সুবিধা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত না করার' অনুরোধ রয়েছে এ প্রস্তাবে।