বিরল জোড়া জরায়ু, দুই দিনে দুই শিশুর জন্ম দিলেন এক নারী!
পর পর দুই দিনে দুটি সন্তানের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের এক নারী। তবে আশ্চর্যের বিষয়টি হলো, একটি জরায়ু থেকে নয়, বরং আলাদা আলাদা জরায়ু থেকে জন্ম নিয়েছে শিশু দুটি। খবর বিবিসির।
এই নারী হলেন কেলসি হ্যাচার (৩২)। সাধারণত নারীদের একটিমাত্র জরায়ু থাকে। কিন্তু জন্মগতভাবেই তার জরায়ু দুটি। যা একটি বিরল ঘটনা।
ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম (ইউএবি) হসপিটালে গত মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে স্বাভাবিকভাবে প্রথম সন্তানের জন্ম দেন কেলসি। এর ১০ ঘণ্টা পর অর্থাৎ পরদিন ভোরে তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তারা সবাই এখন সুস্থ্য রয়েছেন।
১৭ বছর বয়সে শারীরিক পরীক্ষার পর কেলসি জানতে পারেন যে তার জরায়ু দুটি। ইউএবির চিকিৎসকরা জানান, বিশ্বের ০.৩ শতাংশ নারীর মধ্যে দুটি জরায়ু রয়েছে। আর একই সাথে দুটি জরায়ুতেই সন্তান ধারণ করার ঘটনা দশ লাখের মধ্যে মাত্র একটি। কারণ, বেশিরভাগ ক্ষেত্রে একটি জরায়ু নিষ্ক্রিয় থাকে।
২০১৯ সালে বাংলাদেশের এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছিলেন, এক নারী তার একটি জরায়ু থেকে অপরিপক্ক সন্তান জন্ম দেওয়ার প্রায় এক মাস পর দ্বিতীয় জরায়ু থেকে আরেকটি সন্তানের জন্ম দিয়েছে।
এর আগেও তিনবার গর্ভধারণ করেছিলেন কেলসি। এবারও তিনি ভেবেছিলেন একটি জরায়ুতেই তিনি সন্তান ধারণ করেছেন। কিন্তু গর্ভধারণের একপর্যায়ে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার বিরল এই ঘটনার কথা জানতে পারেন কেলসি। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার দুটি জরায়ুতেই সন্তান লাভের কথা জানান।
তখন কেলসি বলেছিলেন, তারা কেউই ঘটনাটি বিশ্বাস করতে পারছিলেন না।
কেলসির সন্তান প্রসবের সাথে জড়িত চিকিৎসক অধ্যাপক রিচার্ড ডেভিস জানান, গর্ভাবস্থায় দুটি জরায়ুতে দুটি সন্তানই স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। দুটি সন্তান থাকলেও শারীরিক গঠনের বৃদ্ধিতে কোনো সমস্যা হয়নি শিশুগুলোর।