ভারতের উপকূলে ট্যাংকার জাহাজে ইরান থেকে ড্রোন হামলা করা হয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের
ভারত মহাসাগরে গতকাল শনিবার ড্রোন হামলার শিকার হয় রাসায়নিকবাহী একটি ট্যাংকার জাহাজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ড্রোনটি ইরান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। খবর বিবিসির
আক্রান্ত জাহাজটির নাম কেম প্লুটো। ড্রোনের আঘাতে জাহাজে আগুন ধরে যায়, তবে এতে কেউ হতাহত হয়নি। পরে আগুন নেভানো হয়।
এবিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। প্রসঙ্গত, হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজে ড্রোন ও রকেট দিয়ে হামলা করছে।
কিন্তু, এবারই প্রথম লোহিত সাগর থেকে বহুদূরে এ ধরনের হামলা হয়েছে বলে জানায় মেরিটাইম সিকিউরিটি ফার্ম- অ্যামব্রে।
কোম্পানিটি জানায়, আক্রান্ত জাহাজটি সৌদি আরব থেকে ভারতে আসছিল, ইসরায়েলের সাথে এ জাহাজের (মালিকানা বা ব্যবসায়িক) সম্পর্ক রয়েছে।
পেন্টাগন জানিয়েছে, কেম প্লুটোতে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এ ঘটনায় প্রথমবারের মতোন প্রকাশ্যে জাহাজে হামলার জন্য সরাসরি তেহরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে, অভিযোগ করা হয়– লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হুতিদের পরিচালিত আক্রমণের পরিকল্পনায় 'গভীরভাবে সম্পৃক্ত' ইরান। তবে ইরান বরাবরই তা অস্বীকার করেছে।
তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় যুদ্ধাপরাধ অব্যাহত রাখলে লোহিত সাগরের জলপথ বন্ধে বলপ্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।