বুসানে দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতা লিকে ছুরিকাঘাত করা হয়েছে
দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় নেতা লি জায়ে-মিউং (৫৯) ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানে এক সংবাদ সম্মেলনে তিনি ছুরিকাঘাতের শিকার হন। ঘটনাস্থল থেকেই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলাকারী লির ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, হামলাকারীর বয়স ৫০ থেকে ৬০ বছর। সংবাদ সম্মেলনে তিনি লির কাছে অটোগ্রাফ চান। এর পর সুযোগ বুঝে তিনি লির ওপর আক্রমণ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলার শিকার হয়ে লি মাটিতে লুটিয়ে পড়ছেন। এ সময় বেশ কয়েকজন হামলাকারীকে আটকানোর চেষ্টা করছে।
লি ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়ার (ডিপিকে) নেতা। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। নির্বাচনে স্বল্প পরিমাণ ভোটের ব্যবধানে হেরে যান লি।