টোকিও বিমানবন্দরে জাপান এয়ারলাইনের বিমানে আগুন, কোনো প্রাণহানি ঘটেনি
টোকিও'র হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্স-এর একটি বিমানে আগুন ধরে যাওয়ার পর বিমানটির ৩৭৯ যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি।
মঙ্গলবার (২ জানুয়ারি) কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পর ওই যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায়।
জাপানের টেলিভিশন এনএইচকে'র প্রচারিত লাইভ ছবিতে দেখা গেছে, টারমাকের ওপর বিমানটিতে তীব্রভাবে আগুন জ্বলছে আর উদ্ধারকারী বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, তাদের কোনো বিমানের সঙ্গে ওই যাত্রীবাহী বিমানটির আদৌ সংঘর্ষ ঘটেছে কি না তা এটি তদন্ত করছে।
এদিকে কোস্ট গার্ডের বিমানটির ছয় ক্রুয়ের পাঁচজনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে এনএইচকে।
বিমানবন্দরটির একজন মুখপাত্র জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডের পর হানেদা বিমানবন্দরের সব রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।